দেড় মাসের ব্যবধান নয়, ৩ মাসের ব্যবধানে ২টি ডোজ দেওয়া হলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা-র বানানো কোভিড টিকা অনেক বেশি কার্যকরী হবে। সাম্প্রতিক একটি গবেষণা এ কথা জানিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ।
গবেষণা জানিয়েছে, ২টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান দেড় মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হলে অক্সফোর্ডের কোভিড টিকার প্রথম ডোজটি ৭৬ শতাংশ নিরাপত্তা দিতে পারে। তাই অনায়াসেই ২টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো যায়। তাতে টিকার কার্যকারিতাও বেড়ে যায়।
এই ফলাফল এসেছে মানুষের উপর কোভিড টিকার ফেজ-থ্রি পর্যায়ের র্যান্ডমাইজ্ড ট্রায়ালে। গবেষণায় জড়িত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও।