সাধারণত অগস্টের শেষাশেষি পশ্চিম মেদিনীপুর পার হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনে ঢোকে দলমা পাহাড় থেকে সমতলে নেমে আসা হাতির দল। এ বার অগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রথম দফায় ঢুকে পড়ল তারা। মঙ্গলবার রাতেই প্রথম তাদের দেখা গিয়েছে বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে। বুধবার সেখান থেকেই হাতিগুলি ছড়িয়ে পড়েছে জয়পুর ও বিষ্ণুপুর রেঞ্জের জঙ্গলে। বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের ডিএফও অয়ন ঘোষ বলেন, “কিছুটা আগেই দলমার হাতিরা এল। এই প্রথম দলে ৩১টি হাতির মধ্যে ১৯টি রয়েছে বাঁকাদহে, ন’টি জয়পুর ও তিনটি বিষ্ণুপুর রেঞ্জ এলাকায়। জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।”