পুকুরের জলে দাপট দেখাচ্ছে একটা পরিণত কুমির। উঠে আসছে অন্যত্রও। যার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন কুলতলির নগেনাবাদ গ্রামের প্রায় একশো পরিবার। অভিযোগ, স্থানীয় মৈপীঠ উপকূল থানা ও বন দফতরে জানানো হলেও কুমির উদ্ধারের কোনও উদ্যোগ করা হয়নি। বন দফতরের রায়দিঘি বিভাগের বনাধিকারিক সৌমেন মণ্ডল বলেন, “দফতরের কর্মীরা ঘটনাস্থল দেখে এসেছেন। ওখানে কুমির উদ্ধার করার বিষয়টি জটিল। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। শীঘ্রই ওই এলাকা থেকে কুমির উদ্ধার করা হবে।”