কয়েক মাসের একটি পুরুষ মেঘলা চিতাবাঘ শাবককে উদ্ধার করা হল কোকরাঝাড়ে। তাকে ডব্লুটিআইয়ের পশু উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। বন দফতর সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বড়োভূমির প্রস্তাবিত চিড়িয়াখানায় রাখার জন্য ওই শাবকটিকে চিড়িয়াখানা কর্মীদের কাছে দিয়ে যান। অসুস্থ চিতা শাবকটিকে ডব্লুটিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ওই সংস্থার চিকিৎসক ও আঞ্চলিক প্রধান ভাস্কর চৌধুরী জানান, শাবকটি অত্যন্ত দুর্বল। রক্তাল্পতায় ভুগছে। ওজন মাত্র ২ কিলো ২০০ গ্রাম। সম্ভবত কচুগাঁও সংরক্ষিত অরণ্য থেকে শাবকটিকে আনা হয়েছিল। এর আগে ডব্লুটিআই সাতটি মেঘলা চিতাবাঘকে পালন করেছে।