দামোদর পেরিয়ে ২৫টি হাতির একটি দল ঢুকে পড়েছে রানিগঞ্জে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দলটি সারা দিন নুপুর ও বক্তারনগরের মাঝামাঝি একটি জঙ্গলে ছড়িয়ে আছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য উজ্জ্বল ধীবর জানান, এ দিন ভোরে হাতির দলটি এ পারে ঢুকেছে। এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় বাসিন্দারা জানান, হাতির দল এর আগেও অনেক বার এ ভাবে ঢোকার পরে বন দফতর ও স্থানীয় বাসিন্দাদের সহয়তায় নদী পার করানো হয়েছে। সাধারণত হাতিরা রাতে এলাকার চাষের জমি তছনছ করে। তাই রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা হয়েছে। হাতি তাড়াতে বন দফতরের কর্মীদের সহয়তা করা হচ্ছে বলে বাসিন্দারা জানান।