নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বিষের মতো। প্রিয় শহরকে বাঁচাতে ওই বিষ বর্জন করুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আবেদন জানিয়ে শহরে মিছিল করলেন যুব তৃণমূল কর্মীরা। বাসিন্দাদের কাছে তাঁরা আবেদন রাখলেন কর্মব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী আন্দোলনে পা মেলাতে। পথচারীদের অনেকে দুদণ্ড দাঁড়িয়ে তা শুনলেন। এদিন কদমতলা, বেগুনটারি হয়ে ব্যানার পোস্টারে সুসজ্জিত বিরাট মিছিল দিনবাজার পরিক্রমা করে। যুব তৃণমূল কর্মীরা প্রতিটি দোকানে দাঁড়িয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার না করার আবেদন জানান। শহরের নিকাশি ব্যবস্থা নিষিদ্ধ ক্যারিব্যাগের জন্য কেমন করে বিপর্যস্ত হচ্ছে, কেমন করে শহরের গর্ব করলা নদী দূষিত হচ্ছে মিছিলের বক্তব্যে সেটা তুলে ধরা হয়।