Advertisement
E-Paper

ফের মিলল সাপের বিষ, অস্ত্র-সহ ধৃত

ফের সাপের বিষ পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। নির্ধারিত খবরের ভিত্তিতে সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার মোল্লাপাড়া এলাকায় যায় বদফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৫
উদ্ধার হওয়া সাপের বিষ।—নিজস্ব চিত্র।

উদ্ধার হওয়া সাপের বিষ।—নিজস্ব চিত্র।

ফের সাপের বিষ পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। নির্ধারিত খবরের ভিত্তিতে সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার মোল্লাপাড়া এলাকায় যায় বদফতর। এখান থেকেই ওই পাচারকারীদের গ্রেফতার করেন তাঁরা। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তলও পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাসে করে ওই বিষ পাচার করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা।

রায়গঞ্জের ডিএফও দীপর্ণ দত্ত বলেন, ‘‘বৈকুণ্ঠপুর ডিভিশনের বনকর্মীরাই এই অভিযান চালান। ধৃতদের কাছ তিনটি বয়ামে সাপের বিষ এবং অত্যাধুনিক নাইনএমএম পিস্তল পাওয়া গিয়েছে। ৯ রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে।’’ পিস্তলটি ফ্রান্সে তৈরি বলে জানা গিয়েছে। গত মাসে জলপাইগুড়ির বেলাকোবা থেকে সাপের বিষ পাচারের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই সূত্র মিলেছে বলে জানা গিয়েছে।

এদিনের অভিযানে নেতৃত্ব দেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত। তিনি বলেন, এদিন যাদের গ্রেফতার করা হয় তাদের নাম অমর মণ্ডল ও ইজরায়েল হক। দুজনেরই বাড়ি বুনিয়াদপুর এলাকায়।’’ ধৃতদের নিয়ে সকালেই বনকর্মীদের দলটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

কিছুদিন আগে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির বেলাকোবা এলাকা থেকে বন দফতরের কর্মীরা সাপের বিষ সহ কয়েকজন চোরাকারবারিকে গ্রেফতার করেছিল। জেরায় ধৃতদের কাছ থেকে পাওয়া সুত্রে জানা যায় বাংলাদেশ থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে সাপের বিষ নিয়ে পাচারকারীরা ঢুকতে পারে। রবিবার বা সোমবার পাচারকারীরা ঢুকবে এমনটা আঁচ করেই বুনিয়াদপুর এলাকায় ওঁত পেতে বসেছিলেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয়বাবু । এদিন সকালে হিলি সীমান্তের চোরাপথ টপকে পাচারচক্রের ওই দুই সদস্য বালুরঘাটে পৌঁছয়। এরপর তারা বালুরঘাট—রায়গঞ্জগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে ওঠে। রায়গঞ্জ থেকে বিহারে যাওয়ার কথা ছিল বলে ধৃতরা জেরায় কবুল করেছে। এমনটাই দাবি বনদফতরের।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy