পাহাড়ি টিলার ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল একটি বাইসনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগানে। বাগানের পাহাড়ি টিলার ওপর থেকে বাইসনটি পা হড়কে কুর্তি ঝোরায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিন দুপুরে বাইসনের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন চা শ্রমিকেরা। পরে চালসা এবং খুনিয়া রেঞ্জের বনকর্মীরা গিয়ে বাইসনের দেহটিকে উদ্ধার করে নিয়ে যান। গরুমারা বনবিভাগের ডিএফও সুমিতা ঘটক বলেন, এটি একটি পূর্ণবয়ষ্ক স্ত্রী বাইসন। লাগোয়া চাপড়ামারির জঙ্গল থেকে বেরিয়ে কোনও ভাবে আইভিল চা বাগানের পাহাড়ি টিলার ওপর পৌঁছে গিয়েছিল সেটি। সেখান থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে।