হুলাপার্টির তাড়া খেয়ে হেঁসলা পাহাড় থেকে বাঘমুণ্ডির দিকে সরল হাতির পাল। গত রবিবার সুবর্ণরেখা পার হয়ে ১৮টি হাতির একটি দল ঝাড়খণ্ড থেকে ঝালদায় ঢোকে। এ পাড়ের কর্মাডি, হেঁসলা, ডুড়কু, পুস্তি সহ লাগোয়া গ্রামগুলিতে সব্জি ও ধানখেতে হামলা চালায় এই দলটি। হামলা চালিয়ে গোটা দলটিই ঘাঁটি গেড়েছিল হেঁসলা পাহাড়ে। মঙ্গলবার রাতে হুলাপার্টির সদস্যেরা দলটিকে পাহাড়েই আটকে রাখেন। ঝালদার রেঞ্জ অফিসার সমীর বসু জানিয়েছেন, হুলাপার্টির তাড়া খেয়ে দলটি আপাতত বাঘমুণ্ডির দিকে গিয়েছে। দলে দু’টি দাঁতাল, তিনটি শাবক রয়েছে। হেঁসলা পাহাড়ের ঘাঁটি ছেড়ে দলটি বাঘমুণ্ডির দিকে রওনা দেয়। তবে তারা যে কোনও সময়েই ফের ঝালদার দিকে ঢুকতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। সে প্রসঙ্গে সমীরবাবু বলেন, ‘‘আমরা সতর্ক রয়েছি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’’