নির্মীয়মাণ বাড়ি থেকে ময়াল ধরতে গিয়েছিলেন এক গ্রামবাসী। শেষে ময়ালের কামড়েই জখম হলেন তিনি! সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁতুড়ি থানার শালবেড়িয়া গ্রামে। জখম ব্যাক্তির নাম বিশ্বনাথ মাণ্ডি। বাড়ি সাঁতুড়ির ঢেকশিলা গ্রামে। রঘুনাথপুরের বিট অফিসার শুভেন্দু বিশ্বাস বলেন, ‘‘উদ্ধার হওয়া ময়ালটি লম্বায় ৯ ফুট। ওজন প্রায় পনেরো কেজি। এ দিন সকালে ওই বাড়িটির মধ্যে থাকা কাঠের গাদার পাশে ময়ালটিকে দেখতে পেয়েছিল কয়েকজন নির্মাণ শ্রমিক। ওই সময়ে শালবেড়িয়াতে কাজে গিয়েছিলেন বিশ্বনাথবাবু। ঝুঁকি নিয়ে ময়ালটিকে ধরতে গিয়েছিলেন। তখনই কামড়ে দেয় সাপটি।’’ পরে খবর পেয়ে বনকর্মীরা গিয়ে ময়ালটিকে উদ্ধার করে। এ দিকে জখম বিশ্বনাথবাবুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে ঘন্টা তিনেক তাঁকে পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।