রাতে খাওয়া-দাওয়া সেরে বাড়ির সামনের মাঠে পায়চারী করছিলেন এক যুবক। চোখে পড়ে এগিয়ে আসছে দুই দাঁতাল। চিৎকার করে ছুটে বাড়ি ঢুকতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে জখম হন তিনি। বাঁকুড়ার জয়পুর থানার শ্যামনগর গ্রামে সোমবার রাতের ঘটনা। হাতি দু’টিকে তাড়িয়ে রাতেই চন্দন রাহা নামে জখম যুবককে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করেছেন গ্রামবাসী। ঘাড়ে চোট পেয়েছেন ওই যুবক। বন দফতরের জয়পুর রেঞ্জের আধিকারিক মনোজ যশ বলেন, “ওই এলাকায় কয়েকটি হাতি রয়েছে। তারই দু’টো ওই যুবকের সামনে এসে গিয়েছিল। ভয়ে ছুটতে গিয়ে পড়ে যান তিনি। হাতিগুলির দিকে নজর রাখা হচ্ছে।’’