প্রতি দিন রান্না করা বাসন, খাওয়ার পর প্লেট, গ্লাস সকলেই পরিষ্কার করে মেজে রাখেন। কিন্তু বাসন পরিষ্কার করার কাজে যে স্পঞ্জ ব্যবহার করেন সেটা পরিষ্কার করেন কি? জানেন কি স্পঞ্জ না ধুয়ে রেখে দিলে সেটাতে যা নোংরা জমে তা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক? সেই স্পঞ্জ দিয়েই যখন বাসন মাজেন তখন পরিষ্কারের বদলে আপনার শরীরে ঢোকে সেই জীবাণু। আবার ধুয়ে রাখলেও না শুকিয়ে রাখলে ভেজা স্পঞ্জে বাসা বাঁধে ব্যাকটেরিয়া। জেনে নিন কী ভাবে পরিষ্কার করবেন রান্নাঘরের স্পঞ্জ।
আরও পড়ুন: ডিভোর্সি পুরুষকে বিয়ে করার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন