Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নেল পলিশ পরলে বাড়বে ওজন!

নখ সাজানোর সব থেকে সহজ উপায় কী? সব থেকে সহজ উত্তর অবশ্যই নেল পলিশ। কিন্তু জানেন কী আপনার নখ রাঙানোর সাধের এই সামগ্রী আপনার মধ্যপ্রদেশের মেদের স্তর কয়েক পরত বাড়িয়ে দিতে পারে!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১২:৫০
Share: Save:

নখ সাজানোর সব থেকে সহজ উপায় কী? সব থেকে সহজ উত্তর অবশ্যই নেল পলিশ। কিন্তু জানেন কী আপনার নখ রাঙানোর সাধের এই সামগ্রী আপনার মধ্যপ্রদেশের মেদের স্তর কয়েক পরত বাড়িয়ে দিতে পারে!

সাম্প্রতিক এক গবেষণা বলছে, নেলপলিশের একটি উপাদানই আসলে ভিলেন।

নেলপলিশকে চকচকে আর টেকশই করার জন্য তাতে ট্রাইফেনাইল ফসফেট (টিপিএইচপি) মেশানো হয়।

এর আগে এই একই কারণে নেলপলিশে ফথ্যালেটস ব্যবহার করা হত। কিন্তু, গবেষকরা জানান গর্ভধারণে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই রাসয়ানিক। তার পরেই ফথ্যালেটসের পরিবর্তে নেলপলিশে জায়গা করে নেয় টিপিএইচপি। তবে ভাবগতিক দেখে মনে হচ্ছে এই রিপ্লেসমেন্টে বিশেষ কাজের হয়নি।ট্রাইফেনাইল ফসফেট পেটের গোলমাল বাধাতে অত্যন্ত পটু। হজম ক্ষমতা একেবারে এলোমেলো করে দেয়। হরমোনের গণ্ডগোল দেখা দেয়, ফলে চরচর করে বাড়তে থাকে ওজন।

নামি দামী বেশিরভাগ নেলপলিশেই প্রচুর পরিমাণে ট্রাইফেনাইল ফসফেট থাকে।

চিন্তায় পড়লেন বুঝি, ভাবছেন মোটা হওয়ার আতঙ্কে বুঝি এ বার তাকে তুলতে হবে নখ রাঙানোর শখটাকেই! চিন্তা নেই। নেল পলিশ কেনার সময় সতর্ক হোন। টিপিএইচপি ছাড়া নেল পলিশও কিন্তু বাজারে পাওয়া যায়। একটু দেখে শুনে কিনলেই আপনার নখের রামধনু প্রাপ্তি ঠেকাচ্ছে কে!

আরও পড়ুন-রুক্ষ ভাব কাটাতে মুখে লাগান পদ্মের পাপড়ি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nail polish fat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE