Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

শীতে ত্বক, চুলের যত্নে গুড়, জেনে নিন কী ভাবে

২৫ ডিসেম্বর ২০১৫ ১২:২০

শীত কাল এলেই নলেন গুড়ের গন্ধে যেন ম’ ম’ করে চারদিক। গুড় যে শুধু সুস্বাদু তা কিন্তু নয়। ত্বক আর চুলের স্বাস্থ্য ভাল রাখতেও অতুলনীয়। জেনে নিন কী ভাবে ত্বক ও চুলের যত্ন নেয় আখের গুড়।

১। ত্বকে পুষ্টি জোগায়- গুড়ের মধ্যে রয়েছে প্রচুর প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ। যা ত্বকে পুষ্টি জোগায়। গ্লো আসে চেহারায়।

২। অ্যাকনে- ভিটামিন ও খনিজের গুণে ত্বকের প্রায় সব সমস্যাই মেটাতে পারে গুড়। শীতকালে নিয়মিত গুড় খেলে ত্বকের অ্যাকনে সমস্যা দূর হবে।

Advertisement

৩। কালচে ছোপ- অ্যাকনের মতোই ত্বকের কালো ছোপ দূর করতেও সাহায্য করে গুড়। গুড় মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের মধ্যেই কালচে ভাব উঠে গিয়ে ত্বকে উজ্জ্বল ভাব আসবে।

৪। বলিরেখা- গুড়ের অ্যান্টি-এজিং গুণ ত্বকের বলিরেখা দূরে রাখতে সাহায্য করে। গুড় ও তিল একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে দীর্ঘ দিন বয়স ধরে রাখতে পারবেন।

৫। চুল- শুধু ত্বকের যত্নে নয়। চুলেরও যত্ন নেয় গুড়। গুড়, মুলতানি মাটি ও দই মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় লাগান। চুল হবে ঘনস কালো ও শাইনি।

ইন্সট্যান্ট গ্লো চান? জেনে নিন মুলতানি মাটির সহজ পাঁচ প্যাক

আরও পড়ুন

Advertisement