ব্যস্ত দিনে ব্রেকফাস্টে ব্রেডের থেকে সুবিধাজনক খাবার আর কীই বা আছে। তবে ব্রেড কিনে বেশি দিন রাখা যায় না। নষ্ট হয়ে যায়। আবার দোকান থেকে কেনা একই রকম হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড খেতে রোজ ভালও লাগে না। তাই ছুটির দিনে বাড়িতেই বানিয়ে রাখুন একটু অন্য রকম ব্রেড। সারা সপ্তাহ খেলেও একঘেয়ে লাগবে না।
কী কী লাগবে
পাকা কলা: ২-৩টে