Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Asian Games 2018

ফাইনালে সিন্ধু, সেমিফাইনালে হেরে সাইনা আটকে গেলেন ব্রোঞ্জেই

সিন্ধু উঠলেন ফাইনালে। সাইনা হারলেন সেমিফাইনালে। ফলে, সাইনা পেলেন ব্রোঞ্জ। আর ফাইনালে সিন্ধুর অপেক্ষায় ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সোনা।

সোনার স্বপ্ন দেখাচ্ছেন সিন্ধু, ব্রোঞ্জ পেলেন সাইনা।

সোনার স্বপ্ন দেখাচ্ছেন সিন্ধু, ব্রোঞ্জ পেলেন সাইনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১৩:১৪
Share: Save:

ব্রোঞ্জেই আটকে গেলেন সাইনা নেহওয়াল। আর ফাইনালে উঠে আশার দীপ জ্বালালেন পিভি সিন্ধু। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জেতার আশা জাগিয়ে রাখলেন তিনি।

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে হেরে গেলেন সাইনা নেহওয়াল। তাঁকে ১৭-২১, ১৪-২১ হারালেন তাই জু ইং। যিনি মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর হলেন। তাঁর বিরুদ্ধে এটা সাইনার টানা দশম হার। ২০১৩ সালের মার্চের পর থেকে তাঁকে হারাতে পারেননি সাইনা।

সোমবারও সেমিফাইনালে অনেক বেশি আক্রমণাত্মক দেখাল তাই জুকে। অন্যদিকে, সাইনা একের পর এক ভুল করেই চললেন। ফলে, দুরন্ত লড়াই সত্ত্বেও পিছিয়ে পড়লেন। তবে সাইনার ব্রোঞ্জ এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্টে ৩৬ বছর পর প্রথম পদক।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে ব্যাডমিন্টনের সিঙ্গলসের ফাইনালে উঠলেন সিন্ধু। ছবি: এএফপি।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে জাপানের একানে ইয়ামাগুচিকে ২১-১৭, ১৫-২১, ২১-১০ হারালেন সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে উঠলেন এশিয়ান গেমসে সিঙ্গলসের ফাইনালে। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ইতিহাসে এখনও পর্যন্ত সাতটি ব্রোঞ্জ জিতেছে ভারত। তার মধ্যে পাঁচটিই এসেছিল ১৯৮২ সালের দিল্লি এশিয়ান গেমসে।

এ বার সিন্ধুর সামনে ভারতকে প্রথম সোনা দেওয়ার হাতছানি। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ইয়ামাগুচিকে যে ভাবে তিনি নাটকীয় থ্রিলারে হারিয়েছেন, তাতে ২৩ বছর বয়সিকে নিয়ে স্বপ্ন দেখছে ভারতীয় ক্রীড়ামহল। ফাইনালে সিন্ধুর সামনে সাইনাকে হারিয়ে আসা তাই জু।

আরও পড়ুন: এই ছবির বিখ্যাত ক্রিকেটারকে চিনতে পারছেন?

আরও পড়ুন: ক্রিকেট অস্ট্রেলিয়ার সব অফিসের পোস্ট বক্স নম্বর ৯৯৯৪ কেন জানেন?

(অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস হোক কিংবা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ - বিশ্ব ক্রীড়ার মেগা ইভেন্টের সব খবর আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE