চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছেন হার্দিক পাণ্ড্য। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে সেই ম্যাচের মাঠ শেষ মুহূর্তে বদলাতে হল আয়োজকদের। নেপথ্যে হার্দিককে ঘিরে সমর্থকদের উন্মাদনা। সেই ম্যাচে গুজরাতকে সহজেই হারিয়েছে বরোদা।
বরোদার ম্যাচ ছিল হায়দরাবাদের জিমখানা মাঠে। তবে হার্দিক খেলবেন জেনে সমর্থকদের উন্মাদনা কয়েকগুণ বেড়ে যায়। আগের ম্যাচেও প্রচুর ভিড় হয়েছিল হার্দিককে দেখতে। তবে গুজরাত-বরোদা ম্যাচে তা যে সব ছাপিয়ে যাবে, এটা আগেই অনুমান করেছিলেন আয়োজকেরা।
ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে যে পরিমাণ দর্শক দেখা যায়, তার থেকে অনেক বেশি দর্শক বরোদার ম্যাচ দেখতে চাইছিলেন। শুধুমাত্র হার্দিককে দেখার জন্য। বরোদার হোটেল, অনুশীলন এবং টিকিট কাউন্টারের সামনে ভিড় দেখেই বোঝা গিয়েছিল, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই শেষ মুহূর্তে জিমখানা থেকে ম্যাচ সরিয়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।
আয়োজকদের তরফে এক কর্তা বলেছেন, “দর্শকদের ভিড়, উৎসাহ এবং নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা আমাদের অনুমান পেরিয়ে গিয়েছিল। নিরাপত্তা এবং মসৃণ ভাবে ম্যাচ পরিচালনা করার জন্য কেন্দ্র বদলে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
এ দিন অবশ্য হার্দিককে বিশেষ পরিশ্রম করতে হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায়। চার ওভার বল করে একটি মেডেন-সহ ১৩ রানে ১ উইকেট নেন হার্দিক। ব্যাট হাতে ৬ বলে ১০ রান করেন। আগের ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ৪২ বলে ৭৭ রান করেছিলেন তিনি। একটি উইকেটও নিয়েছিলেন।