Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mosaddek Hossain

করোনা আক্রান্ত বাংলাদেশে দুশো পরিবারের দায়িত্ব নিলেন মোসাদ্দেক হোসেন

ময়মনসিংহে মোসাদ্দেককে গরিবদের মধ্যে খাবারের প্যাকেট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করতে দেখা গিয়েছে। ২৪ বছর বয়সি ক্রিকেটার সেই ছবি পোস্ট করেছেন ফেসবুকে।

গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করছেন মোসাদ্দেক হোসেন। ছবি ফেসবুক থেকে নেওয়া।

গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করছেন মোসাদ্দেক হোসেন। ছবি ফেসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১৫:১৩
Share: Save:

করোনাভাইরাসের জেরে ভারতের মতো পরিস্থিতি বাংলাদেশেও। ইতিমধ্যেই মারা গিয়েছেন ছয় জন। আক্রান্ত ৫৪ জন। এই অবস্থায় দুঃস্থদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তিনি ২০০ গরিব পরিবারের দায়িত্ব নিলেন।

ময়মনসিংহে মোসাদ্দেককে গরিবদের মধ্যে খাবারের প্যাকেট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করতে দেখা গিয়েছে। ২৪ বছর বয়সি ক্রিকেটার সেই ছবি পোস্ট করেছেন ফেসবুকে।

আরও পড়ুন: ছোট করে হলেও হোক আইপিএল, চাইছে এই ফ্র্যাঞ্চাইজি​

আরও পড়ুন: করোনা যুদ্ধে নিজের বিশ্বকাপ জেতা শার্ট নিলামে তুলছেন বাটলার​

মোসাদ্দেক ছবি পোস্ট করে লিখেছেন, “পুরো দেশ আজ করোনাভাইরাসে স্তব্ধ হয়ে গেছে। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মতো মানুষ অসহায়। দিনে এক বেলা খাবার জোটাতে তাদের হিমশিম খেতে হয়। তারাই আজ সব চেয়ে বেশি বিপদে। নেই কোনও আয়, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।”

এর আগে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছিলেন যে ২৭জন ক্রিকেটার তাঁদের বেতনের অর্ধেক দান করেছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে। প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজাও গরিবদের খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE