Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mahendra Singh Dhoni

ধোনির কেরিয়ারের এই লজ্জার রেকর্ড সম্পর্কে জানেন তো?

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে ধোনি যখনই ভারতের হয়ে ইনিংসের সর্বাধিক রান করেছেন, ততবারই হেরেছে দল। এমন ঘটনা হয়েছে মোট পাঁচবার। যখন ধোনির রানই দলের সর্বাধিক আর সেই ম্যাচে হারতে হয়েছে ভারতকে।

ধোনির ব্যাট অবশ্য সম্প্রতি সমালোচকদের ভুল প্রমাণিত করেছে। ছবি টুইটারের সৌজন্যে।

ধোনির ব্যাট অবশ্য সম্প্রতি সমালোচকদের ভুল প্রমাণিত করেছে। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
অকল্যান্ড শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০০
Share: Save:

ক্রিকেটজীবনে অনেক রেকর্ড রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। মুকুটে রয়েছে সুদৃশ্য হাজারও পালক। কিন্তু, বুধবার এমন এক রেকর্ড নিজের অজান্তেই করে ফেলেছেন তিনি, যা লজ্জার। এবং তাঁর মতো ক্রিকেটারের কাছে অপমানেরও।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে ধোনি যখনই ভারতের হয়ে ইনিংসের সর্বাধিক রান করেছেন, ততবারই হেরেছে দল। এমন ঘটনা হয়েছে মোট পাঁচবার। যখন ধোনির রানই দলের সর্বাধিক আর সেই ম্যাচে হারতে হয়েছে ভারতকে।

বুধবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ৩৯ করেছেন ধোনি। কিন্তু, নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হারতে হয়েছে ভারতকে। এটাই সর্বশেষ এমন ম্যাচ। ২০১২ সালের সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার এমন ঘটেছিল। ৪৮ রানে অপরাজিত ছিলেন এমএসডি। ভারত হেরেছিল ৩১ রানে। ২০১২ সালেই মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮ করেছিলেন ধোনি। ভারত হেরেছিল ছয় উইকেটে। ২০১৬ সালে নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০ করেছিলেন ধোনি। ভারত হেরেছিল ৪৭ রানে। ২০১৭ সালে কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ রানে অপরাজিত ছিলেন ধোনি। ভারত হারে সাত উইকেটে।

আরও পড়ুন: সমতা ফেরাতেই হবে, দেখুন কেমন দল হতে পারে ভারতের​

আরও পড়ুন: ভারত টি-২০ সিরিজ হারলেও গাওস্কর কেন হতাশ হবেন না জানেন?​

ধোনির ব্যাট অবশ্য নতুন বছরে সব সমালোচনাকে ভুল প্রমাণিত করেছে। ২০১৮ খারাপ গিয়েছিল তাঁর। কিন্তু ২০১৯ সালের গোড়া থেকে ব্যাট হাতে ধারাবাহিক তিনি। বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে যাবতীয় খোঁচা থামিয়ে দিয়েছেন পারফরম্যান্সের জোরেই। এই লজ্জার রেকর্ড সেজন্যই ধোনির এই মুহূর্তের ফর্মের সঙ্গে বেমানান। শুক্রবার অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমএসডি কী করেন, সেদিকেই এখন নজর ক্রিকেটমহলের।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE