Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rohit Sharma

প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি, রেকর্ড রোহিতের

ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ রানের ইনিংসে চারটি ছয় মারেন মুম্বইকর। যার ফলে এই ফরম্যাটে রোহিতের মোট ছয়ের সংখ্যা দাঁড়াল ১০২।

অকল্যান্ডে আরও এক নজির গড়লেন রোহিত। ছবি টুইটারের সৌজন্যে।

অকল্যান্ডে আরও এক নজির গড়লেন রোহিত। ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
অকল্যান্ড শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১১
Share: Save:

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার দিনেই আরও এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে একশো ছয় মারলেন মুম্বইকর।

ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ রানের ইনিংসে চারটি ছয় মারেন মুম্বইকর। যার ফলে এই ফরম্যাটে রোহিতের মোট ছয়ের সংখ্যা দাঁড়াল ১০২।

২০ ওভারের ফরম্যাটে রোহিত সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন এর মধ্যেই। ২২৮৮ রানে তিনি তালিকায় এখন সবার উপরে। এই ফরম্যাটে চার সেঞ্চুরিও রয়েছে তাঁর। এটাও সবার চেয়ে বেশি। এই ফরম্যাটে জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রোহিতের। শিখর ধওয়নের সঙ্গে ওপেনিংয়ে ১৪৮০ রান যোগ করেছেন তিনি।

আরও পড়ুন: সাত উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালেন রোহিতরা​

আরও পড়ুন: ছয় মেরে গাপ্টিলকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে সবার উপরে রোহিত​

শুক্রবার রোহিতের ২৯ বলে ৫০ রানের ইনিংসের সুবাদে সহজেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে এল জয়। তিন ম্যাচের সিরিজে সমতাও ফেরাল ভারত। জয়ের পর রোহিত বলেন, “আমরা যে ভাবে বল করেছি, তাতে খুশি। ব্যাটিংয়েও আমরা নিখুঁত ছিলাম। দলে দক্ষতার অভাব নেই। কিন্তু এদিন নিজেদের প্রয়োগ করেছি ভাল ভাবে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। ভুলগুলো বুঝতে পারা জরুরি। আমরা সবাই লম্বা একটা সফরে রয়েছি। তার জন্য সতীর্থদের চাপে ফেলতে চাইনি। শুধু পরিষ্কার চিন্তাভাবনা নিয়ে নেমেছি।” সিরিজের মীমাংসা এখন হবে হ্যামিলটনে। সেখানে জমজমাট লড়াইয়ের আশা করছেন রোহিত।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE