Advertisement
২৫ এপ্রিল ২০২৪
cricket

বোল্ট-বিদ্যুতে ঝলসে ৯২ রানে শেষ ভারত, ৮ উইকেটে জিতল কিউয়িরা

সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না।

বিধ্বংসী বোল্ট। ছবি: এপি

বিধ্বংসী বোল্ট। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৯ ১০:০৩
Share: Save:

সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চহালের। সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না। দু’জন করলেন শূন্য, দু’জন এক। এবং ভারত শেষ ৯২ রানে। যে রান তুলতে ১৪.৪ ওভার সময় নিল নিউজিল্যান্ড। চুম্বকে এই হল হ্যামিল্টনে চতুর্থ ওয়ানডে।

২০০তম ম্যাচ খেলতে নামা রোহিত, তাঁর পার্টনার শিখর-সহ পাঁচ জন স্রেফ ঝলসে গেলেন বোল্টের গতিতে। ২১ রানে ৫ উইকেট নিলেন এই কিউয়ি পেসার। সিরিজ জিতে যাওয়ায় বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তেমন আগ্রহ ছিল না। যাবতীয় আগ্রহ ছিল শুভমান গিলকে নিয়ে। যাঁকে ম্যাচের আগে অভিষেকের টুপি পরিয়ে দিলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।

কিন্তু তিনিও তাঁর প্রতিভার প্রতি সামান্য সুবিচার করতে পারলেন না। ২১ বলে ৯ রানের কষ্টকর ইনিংস খেলে আন্তর্জাতিক ডেবিউ হল তরুণ ডানহাতির। স্কোরারদের একেবারেই বিরক্ত না করে শূন্য রানে ফিরে যান রায়ুডু এবং কার্তিক।

আরও পড়ুন: ওয়ান ডে-তে ভারতের সর্বনিম্ন স্কোরের রেকর্ডে ঢুকে পড়ল হ্যামিল্টনের ৯২

৪০ রানে ৭ উইকেট হারিয়ে যখন সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার রেকর্ডকে উন্নত করার দিকে এগোচ্ছিলেন কেদাররা, তখনই সেই লজ্জা থেকে ভারতকে বের করে আনেন কুল-চা জুটি। জুটিতে ওঠে ৩৫ রান। চায়নাম্যান করেন ১৫ রান। আর ইনিংসের সেরা ১৮ রানে অপরাজিত থেকে যান চহাল।

আরও পড়ুন: গড়াপেটার প্রস্তাব পেয়ে কেন জানাননি বোর্ডকে, আদালতের প্রশ্ন শ্রীসন্তকে

ব্যাট করতে নেমে ভুবনেশ্বরের প্রথম ওভারেই একটি ওভার বাউন্ডারি, ও দু’টি বাউন্ডারি মারেন মার্টিন গাপ্তিল। লক্ষ্য অত্যন্ত কম হওয়ায় মারতে থাকেন নিকোলস, রস টেলররা। মাত্র ১৪.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন: বিরুষ্কার সঙ্গে হনিমুনে ছিলেন ইনিও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer New Zealand India ODI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE