Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

আইপিএল ম্যাচ গাইড: দিল্লি বনাম পঞ্জাব

কাগজেকলমে সব চেয়ে গোলাবারুদসম্পন্ন টি-টোয়েন্টি ব্যাটিং রয়েছে প্রীতি জিন্টার দলের। ক্রিস গেল এবং তাঁর দেশের নিকোলাস পুরানের সঙ্গে দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলীয় গ্লেন ম্যাক্সওয়েল।

দুই কিংবদন্তি ক্রিকেটার এ বার কোচের ভূমিকায় মুখোমুখি। —ফাইল চিত্র।

দুই কিংবদন্তি ক্রিকেটার এ বার কোচের ভূমিকায় মুখোমুখি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ০৫:২৮
Share: Save:

দুই চাণক্যের লড়াই: অনিল কুম্বলে এবং রিকি পন্টিং। দুই কিংবদন্তি ক্রিকেটার এ বার কোচের ভূমিকায় মুখোমুখি। তাঁদের অনমনীয় মনোভাব খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজক লড়াই অপেক্ষা করছে। ভারতীয় দল থেকে সরে যাওয়ার পরে কুম্বলেকে ফের ডাগআউটে দেখা যাবে কোচ হিসেবে। তিনি এ বারের আইপিএলে একমাত্র ভারতীয় কোচ।

ব্যাটিং: কাগজেকলমে সব চেয়ে গোলাবারুদসম্পন্ন টি-টোয়েন্টি ব্যাটিং রয়েছে প্রীতি জিন্টার দলের। ক্রিস গেল এবং তাঁর দেশের নিকোলাস পুরানের সঙ্গে দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলীয় গ্লেন ম্যাক্সওয়েল। শুরুতে কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল। ভারতীয়দের মধ্যে আছেন সরফরাজ খান। দিল্লি ক্যাপিটালসের হাতে সেরা ভারতীয় ব্যাটসম্যানেরা রয়েছে। পৃথ্বী শ, শিখর ধওয়ন, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিগহিটার শিমরন হেটমায়ার আছেন। অজিঙ্ক রাহানের জায়গা হয় কি না, দেখার। অস্ট্রেলীয় মার্কাস স্টোইনিস বা অ্যালেক্স ক্যারিকে ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারে তারা।

বোলিং: কিংস ইলেভেন পঞ্জাবের স্পিন বিভাগ আহামরি কিছু নয়। যা তাদের ভোগাতে পারে। আফগানিস্তানের মুজিব-উর-রহমান, ভারতীয় কৃষ্ণাপ্পা গৌতম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা রবি বিষ্ণোই আছেন। পেস বোলিংয়ে মহম্মদ শামির সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের সেই ‘নোটবুক’ উৎসব করে বিখ্যাত শেল্ডন কোট্রেল। বাংলার ঈশান পোড়েলকেও দেখা যেতে পারে। অন্য দিকে, আমিরশাহিতে যদি স্পিন ধরে, দিল্লির দুরন্ত স্পিন আক্রমণ তাদের তুরুপের তাস হয়ে উঠবে। অশ্বিন, লেগস্পিনার অমিত মিশ্র, বাঁ হাতি অক্ষর পটেল, নেপালের লেগস্পিনার সন্দীপ লামিছানে। বৈচিত্রও আছে। পেস বিভাগে আকর্ষণ কাগিসো রাবাডা, কিমো পল, ইশান্ত শর্মা।

সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন: কে এল রাহুল, ক্রিস গেল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান/মনদীপ সিংহ, কে গৌতম, মুজিব-উর-রহমান, মহম্মদ শামি, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধওয়ন, শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস/অ্যালেক্স ক্যারি, অক্ষর পটেল/অমিত মিশ্র, কিমো পল, অশ্বিন, রাবাডা, ইশান্ত শর্মা।

সাম্প্রতিক ফল: শেষ পাঁচ বারে চার বার জিতেছে পঞ্জাব। কিন্তু শেষ সাক্ষাতে জিতেছে দিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE