Advertisement
১৬ মে ২০২৪

সেরা হয়ে সতীর্থদের প্রশংসা মেসির মুখে

বার্সেলোনায় এক অনুষ্ঠানে পুরস্কার নিয়ে মেসি বলেছেন, ‘‘খেলা শুরুর করার সময় এত সফল হব ভাবিইনি। আমার শুধু স্বপ্ন ছিল একজন পেশাদার ফুটবলার হওয়ার। কিন্তু এত কিছু করে ফেলব কখনও মাথায় আসেনি।’’

সম্মান: ফুটবল জীবনে এত সফল হবেন, ভাবেননি মেসি। ফাইল চিত্র

সম্মান: ফুটবল জীবনে এত সফল হবেন, ভাবেননি মেসি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৩
Share: Save:

লিয়োনেল মেসি আপ্লুত। জীবনে পঞ্চম বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘সোনার শু’ পেয়ে। বলে দিলেন, ফুটবল জীবনে এতটা সফল হবে ভাবতে পারেননি। লা লিগায় গত মরসুমে আর্জেন্টাইন মহাতারকা ৩৪ গোল করেন। এই একই পুরস্কার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন চার বার। গত বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের দৌড়ে মেসির সঙ্গে লড়াইটা হয়েছে লিভারপুলের মহম্মদ সালাহর। যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গত মরসুমে গোল করেন ৩২টি।

বার্সেলোনায় এক অনুষ্ঠানে পুরস্কার নিয়ে মেসি বলেছেন, ‘‘খেলা শুরুর করার সময় এত সফল হব ভাবিইনি। আমার শুধু স্বপ্ন ছিল একজন পেশাদার ফুটবলার হওয়ার। কিন্তু এত কিছু করে ফেলব কখনও মাথায় আসেনি।’’ মেসি আরও বলেছেন, ‘‘ফুটবলে ভাল কিছু করার জন্য প্রচুর খেটেছি। তবে সবার উপরে আমার সতীর্থদের কথাই বলব। আমার পাশে বিভিন্ন পজিশনে যারা খেলেছে তারা সবাই এক-একজন বিশ্বসেরা। যা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। এই পুরস্কারটাও ওদের জন্যই পেলাম।’’ মেসির গোল এবং অসাধারণ ফুটবলের সৌজন্যেই মরসুমের পর মরসুম বার্সেলোনা লা লিগা জিতেছে। তুলেছে কোপা দেল রে-র ট্রফিও। এই মরসুমেও মেসি নিয়মিত গোল করে যাচ্ছেন। এখন পর্যন্ত তাঁর মোট গোলের সংখ্যা ১৪। ইউরোপের কোনও লিগে এ বার এখনও পর্যন্ত কেউ এত গোল

করতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Barcelona Lionel Messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE