Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শ্রীনি-কন্যা রূপা এখন টিএনসিএ প্রেসিডেন্ট

লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী সত্তরোর্ধ্ব সদস্যেরা পদাধিকারী হতে পারবেন না। তাই সত্তরোর্ধ্ব শ্রীনিবাসনেরও টিএনসিএ-র প্রেসিডেন্ট পদে বসা হল না। তবে প্রেসিডেন্ট পদে তাঁর মেয়ে আসায়, অনায়াসে প্রভাব বিস্তার করতে পারবেন।

মসনদে: তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রধান শ্রীনি কন্যা রূপা।

মসনদে: তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রধান শ্রীনি কন্যা রূপা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১০
Share: Save:

২৬ সেপ্টেম্বর তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন এন শ্রীনিবাসনের কন্যা রূপা গুরুনাথ। বৃহস্পতিবার টিএনসিএ-র বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদের আসন গ্রহণ করেন তিনি। শুধু টিএনসিএ নয়, ভারতীয় বোর্ড অনুমোদিত কোনও সংস্থার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নজির গড়লেন শ্রীনি-কন্যা।

বুধবার রাতেই প্রায় ঠিক হয়ে গিয়েছিল, রূপাই হতে চলেছেন সংস্থার প্রেসিডেন্ট। কারণ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দাঁড় করানো হয়নি। রূপার পাশাপাশি বাকি পদাধিকারীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসন গ্রহণ করেন।

লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী সত্তরোর্ধ্ব সদস্যেরা পদাধিকারী হতে পারবেন না। তাই সত্তরোর্ধ্ব শ্রীনিবাসনেরও টিএনসিএ-র প্রেসিডেন্ট পদে বসা হল না। তবে প্রেসিডেন্ট পদে তাঁর মেয়ে আসায়, অনায়াসে প্রভাব বিস্তার করতে পারবেন। ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সারা জীবনের জন্য নির্বাসিত হন রূপার স্বামী গুরুনাথ মইয়াপ্পান। এমনকি এ বারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সংস্থার প্রেসিডেন্টের আসন গ্রহণ করার পরে রূপা সাফ জানিয়ে দেন, প্রতারণার বিরুদ্ধে এ বার থেকে কঠিন পদক্ষেপ নেবে টিএনসিএ। তাঁর কথায়, ‘‘ক্রিকেটে প্রতারণার কোনও জায়গা নেই। টিএনসিএ সব সময়েই প্রতারণার বিরুদ্ধে কথা বলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

N Srinivasan Rupa Gurunath Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE