Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জ়িদান বনাম পেপ, সহজ প্রতিপক্ষ বার্সেলোনার

গত বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুলকে অবশ্য কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। শেষ ষোলোর ম্যাচে মহম্মদ সালাহ-সাদিয়ো মানেদের প্রতিপক্ষ আতলেতিকো দে মাদ্রিদ।

আকর্ষণ: ড্র অনুষ্ঠানে প্রাক্তন পর্তুগাল ফুটবলার লুইস ফিগো। এপি

আকর্ষণ: ড্র অনুষ্ঠানে প্রাক্তন পর্তুগাল ফুটবলার লুইস ফিগো। এপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৪:৪১
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আকর্ষণের কেন্দ্রে জ়িনেদিন জ়িদান বনাম পেপ গুয়ার্দিওলা দ্বৈরথ। সোমবার সুইৎজারল্যান্ডের নিয়ঁতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র-তে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে হবে ম্যাঞ্চেস্টার সিটিকে। তবে কিছুটা স্বস্তি বার্সেলোনা ও জুভেন্টাস শিবিরে। লিয়োনেল মেসিদের প্রতিপক্ষ দিয়েগো মারাদোনার প্রাক্তন ক্লাব ইটালির নাপোলি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের লড়াই ফ্রান্সের লিয়ঁ-র বিরুদ্ধে।

গত বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুলকে অবশ্য কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। শেষ ষোলোর ম্যাচে মহম্মদ সালাহ-সাদিয়ো মানেদের প্রতিপক্ষ আতলেতিকো দে মাদ্রিদ। একই অবস্থা প্যারিস সাঁ জারমাঁর-ও। নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র), কিলিয়ান এমবাপেদের খেলতে হবে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে।

সোমবার ড্রয়ের পরেই জ়িদান বনাম পেপ দ্বৈরথ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রিয়ালের ম্যানেজার হিসেবে তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ফরাসি কিংবদন্তি। বার্সেলোনাকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন পেপ। তবে প্রতিযোগিতা মূলক ম্যাচে এ বারই প্রথম মুখোমুখি হবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই চাণক্য। শেষ ষোলোর ক্রীড়াসূচি চূড়ান্ত হওয়ার পরে উদ্বিগ্ন ম্যান সিটির ফুটবল ডিরেক্টর চিকি বেগিরিস্তাইন বলেছেন, ‘‘রিয়াল মাদ্রিদ সেরা দল। আমাদের সেরা হতে হলে ওদের হারাতে হবে। যা একেবারেই সহজ নয়।’’ তিনি আরও বলেছেন, ‘‘রিয়ালের বিরুদ্ধে খেলার আনন্দই আলাদা। আমরা ওদের খুব ভাল চিনি। রিয়াল মাদ্রিদও আমাদের ম্যানেজারকে খুব ভাল চেনে।’’ রিয়ালের অন্যতম ডিরেক্টর এমিলিয়ো বুত্রাগুয়েনোর প্রতিক্রিয়া, ‘‘কোনও দলই দুর্বল নয়। ম্যান সিটি সব দিক থেকেই দুর্দান্ত দল।’’

চ্যাম্পিয়ন্স লিগে এ বারই প্রথম মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও নাপোলি। ‘ই’ গ্রুপ থেকে রানার্স হয়ে উঠেছে ইটালির ক্লাবটি। তবে জেঙ্ককে হারিয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করার পরেই নাপোলি ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হয়েছেন কার্লো আনচেলোত্তি। এখন দায়িত্বে জেন্নারো গাত্তুসো। তিনি অবশ্য আত্মবিশ্বাসী মেসি, লুইস সুয়ারেসদের বিরুদ্ধে জয়ের ব্যাপারে। বলেছেন, ‘‘বার্সেলোনা ভাল দল। লড়াইটাও কঠিন। কিন্তু আমরা একেবারেই ভীত নই।’’

চেলসির একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয় ২০১১-’১২ মরসুমে। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়েছিলেন দিদিয়ে দ্রোগবারা। এ বার শেষ ষোলোতেই মুখোমুখি দু’দল। সাত বছর আগের হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেননি বায়ার্ন গোলরক্ষক মানুয়েল ন্যয়ার। তিনি বলেছেন, ‘‘লন্ডনে খেলতে যাওয়ার দিন গুনছি। আমাদের পাখির চোখ শেষ আটে খেলা নিশ্চিত করা।’’

এই মুহূর্তে চেলসি খুব একটা ছন্দে নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে বোর্নমুথের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছে তারা। অন্য দিকে বিধ্বংসী মেজাজে ফিলিপে কুতিনহো, রবার্ট লেয়নডস্কিরা। শনিবার জার্মান বুন্দেশলিগায় ওয়েদার ব্রিমেনকে ৬-১ চূর্ণ করেছিলেন তাঁরা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, চেলসির পক্ষে বায়ার্নকে থামানো কঠিন। ন্যয়ার অবশ্য সতর্ক। তিনি বলেছেন, ‘‘চেলসি সব সময়ই ভয়ঙ্কর দল। আমরা ওদের একেবারেই হাল্কা ভাবে নিচ্ছি না।’’ অন্তর্বর্তী ম্যানেজার হান্স দিয়েতার ফ্লিকও একমত ন্যয়ারের সঙ্গে। বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করা কোনও দলই দুর্বল নয়। চেলসির সঙ্গে লড়াইটা দারুণ আকর্ষণীয় হবে।’’

একই মঞ্চে সোমবার ইউরোপা লিগেরও ড্র হয়। ৩২তম রাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রেখা। আর্সেনাল খেলবে গ্রিসের অলিম্পিয়াকোসের বিরুদ্ধে। আয়াখ‌্স আমস্টারডামের প্রতিপক্ষ খেতাফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE