Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মেলবোর্নে দিনরাতের টেস্টের দাবি ওয়ার্নের

আগামী ২৮ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড বক্সিং ডে টেস্ট।

চর্চায়: মাঠে লোক আনতে আগ্রহ বাড়ছে গোলাপি বলের টেস্ট নিয়ে। ফাইল চিত্র

চর্চায়: মাঠে লোক আনতে আগ্রহ বাড়ছে গোলাপি বলের টেস্ট নিয়ে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৪:৫০
Share: Save:

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচও এ বার দিনরাতের করার দাবি তুললেন শেন ওয়ার্ন। সাম্প্রতিক কালে এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) বার বার সমালোচিত হয়েছে নিষ্প্রাণ বাইশ গজের জন্য। নৈশালোকে টেস্ট হলে সেই সমস্যাও কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন অস্ট্রেলীয় লেগস্পিন কিংবদন্তি।

আগামী ২৮ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড বক্সিং ডে টেস্ট। তার আগে ওয়ার্ন বলছেন, ‘‘ওদের ঠিক সিদ্ধান্তটা নিতে হবে। দিনরাতের টেস্টের কথা ভাবা উচিত এমসিজি-তে।’’ নিউজিল্যান্ডের একটি সংবাদপত্রকে ওয়ার্ন আরও বলেছেন, ‘‘রাতে খেলা হলে বল অনেক বেশি নড়াচড়া করে। তাতে টেস্ট আকর্ষণীয় করে তোলা যাবে। আর ক্রিসমাসের পরের দিন দেরিতে খেলা শুরু হওয়া মানে সকলে বেশিক্ষণ ঘুমিয়েও আসতে পারবে। আমার মনে হয় মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচ দিনরাতের হলে দারুণ হবে।’’

মাঠে লোক আনতে অনেকেই এখন দিনরাতের টেস্ট করার দিকে ঝুঁকছেন। এমনকি, এত কালের বিরোধিতা কাটিয়ে বিরাট কোহালিরাও গোলাপি বলে খেললেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচের প্রধান আয়োজক সৌরভ গঙ্গোপাধ্যায় দিনরাতের টেস্টের পক্ষে। প্রশ্ন উঠছে, কত ঘন ঘন দিনরাতের টেস্ট করা উচিত। ওয়ার্ন মনে করছেন, সব ম্যাচই দিনরাতের হতে পারে না। ‘‘কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিনরাতের করলে দারুণ হবে। ভাবুন তো এক বার, আশি থেকে নব্বই হাজার দর্শক আসবে সেই ম্যাচ দেখতে।’’

ওয়ার্নের পরামর্শ, অ্যাডিলেড এবং মেলবোর্ন নির্দিষ্ট করা হোক দিনরাতের টেস্টের জন্য। পার্‌থ, ব্রিসবেন এবং সিডনিতে সকালে শুরু হোক টেস্ট। ‘‘এমসিজি-তে গত কয়েক বছরে পিচ খুবই ম্যাড়ম্যাড়ে হয়ে গিয়েছে। অনেক চেষ্টা ওরা করছে ঠিক করার, কিন্তু কিছুই হয়নি। আমি বলব, প্রয়োজনে বোলারদের সাহায্য করে এমন উইকেট বানাও। তাতে ব্যাট ও বলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।’’ গোলাপি বল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং নরম হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ওয়ার্নের পরামর্শ, দু’টি করে নতুন বল ব্যবহার করা হোক। পঞ্চাশ ওভারের এক দিনের ক্রিকেটে যেমন দু’প্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হয়, সে রকম। ‘‘লোকে বলছে, বল নরম হয়ে যাচ্ছে। আমার মতে, এর খুব সহজ সমাধান রয়েছে। দু’দিক থেকে দু’টি গোলাপি বল ব্যবহার করো। তা হলে দিনের বেলাতেও বল বেশি নড়াচড়া করবে,’’ বলছেন ওয়ার্ন। তাঁর আরও ব্যাখ্যা, ‘‘তা হলে দিন আর রাতের ক্রিকেটের মধ্যে ভারসাম্যও রক্ষা করা যাবে। এখন যা চলছে, রাতের দিকে শেষ সেশনটি মোড় ঘুরিয়ে দেওয়ার মতো হয়ে থাকছে। দু’টো বলে খেলা হলে সেটা আর থাকবে না কারণ তখন দিনের বেলাতেও বল নতুন থাকছে আর ভালই সুইং করবে।’’

তিন ম্যাচের টেস্ট সিরিজে পার্‌থে জিতে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০। এর পরের টেস্টই মেলবোর্নে। সেই ম্যাচ এত দ্রুত দিনরাতের করে ফেলা সম্ভব নয়। তবে ওয়ার্নের পরামর্শে কান দিয়ে বিরাট কোহালিরা যখন আগামী বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিনরাতের করা হয় কি না, দেখার। কোহালিরা গত বারও অ্যাডিলেডে গোলাপি বলে খেলতে চাননি। এ বার সৌরভের উদ্যোগে নিজেদের দেশে খেলে ফেলায় অস্ট্রেলীয় বোর্ডকে ‘না’ বলা কঠিন হবে। তবু সিরিজে দু’টো দিনরাতের টেস্ট কোহালিরা খেলতে রাজি হবেন না, ধরে নেওয়া যায়। সে ক্ষেত্রে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিনরাতের করতে হলে অ্যাডিলেডকে তাদের দাবি ত্যাগ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE