Advertisement
২০ এপ্রিল ২০২৪
Virat Kohli

২ বছর ধরে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বিরাট, জানালেন ছোটবেলার কোচ

২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন কোহালি। ২০১৫ সালের বিশ্বকাপও খেলেছেন তিনি। চার বছর আগের বিশ্বকাপে কোহালিই ছিলেন ভারতের ব্যাটিং দলের মেরুদণ্ড।

বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছেন কোহালি। ছবি: এএফপি।

বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছেন কোহালি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ২০:০৯
Share: Save:

আইপিএল শেষ। নজরে এ বার বিশ্বকাপ। ভারত অধিনায়ক বিরাট কোহালির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, গত দু’ বছর ধরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে আসছেন তাঁর শিষ্য।

২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন কোহালি। ২০১৫ সালের বিশ্বকাপও খেলেছেন তিনি। চার বছর আগের বিশ্বকাপে কোহালিই ছিলেন ভারতের ব্যাটিং দলের মেরুদণ্ড। বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে কোহালির। এ বারই নেতা হিসেবে বিশ্বকাপে নামবেন তিনি।

রাজকুমার শর্মা বলছেন, ‘‘বিশ্বকাপকেই ফোকাস করছে বিরাট। গত দু’ বছর ধরে ও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে আসছে। বিশ্বকাপে কেমন ভাবে খেলবে, স্ট্র্যাটেজি কী হবে, দু’ বছর ধরে সাক্ষাৎকারগুলোয় সেগুলোই বলে এসেছে বিরাট।’’

আরও খবর: প্র্যাকটিসে লেট, ধোনির এই এক টোটকায় সবাই সময়ে হাজির

আরও খবর: দলে এক নাইট, কেমন হল আইপিএলের সেরা একাদশ?

অর্থাৎ, ভারতকে বিশ্বকাপ এনে দিতে যে মরিয়া কোহালি, তা বুঝিয়ে দিয়েছেন রাজকুমার। এ বারের বিশ্বকাপ রাউন্ড রবিন ফম্যাটের। নতুন ফরম্যাটে লিগেই পাকিস্তানের সঙ্গে দেখা হবে ভারতের। কে এগিয়ে? রাজকুমার শর্মা বলছেন, ‘‘ পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী দল ভারত। যদিও ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কাগজে কলমে ভারত খুবই শক্তিশালী দল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Raj Kumar Sharma India Captain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE