জয়পুরে রোহিত শর্মাকে খেলতে দেখার জন্য হাজির হয়েছিলেন প্রচুর সমর্থক। তার মধ্যে ছিল একাধিক খুদে ভক্তও। তাদেরই একজন রোহিতকে সামনে পেয়ে ছুটে আসে। পা ছুঁয়ে প্রণামও করে ফেলে। রোহিত সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে ধরেন। বুধবার ম্যাচের পর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বুধবার ম্যাচের পর সতীর্থ এবং বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন রোহিত। তখনই ছুটে আসে ওই ভক্ত। তার গায়ে ছিল সাদা জার্সি। পিছনে কোহলির নাম এবং জার্সি নম্বর লেখা। রোহিতের সামনে এসেই ওই খুদে ভক্ত তাঁকে প্রণাম করে। রোহিত সঙ্গে সঙ্গে নিচু হয়ে ওই সমর্থককে তুলে ধরেন। তাকে জড়িয়ে ধরেন। রোহিতের আচরণে আপ্লুত হয়ে যায় ওই সমর্থক।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে যেখানে শেষ করেছিলেন, মুম্বইয়ের হয়ে খেলতে নেমে বুধবার যেন সেখান থেকেই শুরু করেন রোহিত। ৮টি চার এবং ৯টি ছয়ের সাহায্যে শতরান করেন রোহিত। ব্যক্তিগত ৯৮ রানে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। লিস্ট এ ক্রিকেটে ৩৭তম শতরান করলেন তিনি। তার আগে ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এ দিনের শতরান ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের দ্রুততম। এর আগে ২০২৩ সালে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। নিজের রেকর্ড উন্নত করেন সিকিমের বিরুদ্ধে।
আরও পড়ুন:
রোহিত শেষ পর্যন্ত করেন ৯৪ রানে ১৫৫ রান। তাঁর ব্যাট থেকে আসে ১৮টি চার এবং ৯টি ছক্কা। জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে রোহিতের ব্যাটিং দেখতে বুধবার প্রায় ১২ হাজার ক্রিকেটপ্রেমী আসেন। রোহিত ব্যাট করতে নামার সময় তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। তাঁদের উৎসাহের মাঝেই শতরান উপহার দেন রোহিত।