Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শেল্ডনের গোলায় ধরাশায়ী ইংল্যান্ড

ব্যাটে শিমরন হেটমেয়ারের সেঞ্চুরি। বল হাতে শেল্ডন কটরেলের পাঁচ উইকেট। দুই ক্যারিবিয়ান ক্রিকেটারের দাপটে শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২৬ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

নায়ক: পাঁচ উইকেট নেওয়া শেল্ডনের স্যালুট। এএফপি

নায়ক: পাঁচ উইকেট নেওয়া শেল্ডনের স্যালুট। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৩
Share: Save:

ব্যাটে শিমরন হেটমেয়ারের সেঞ্চুরি। বল হাতে শেল্ডন কটরেলের পাঁচ উইকেট। দুই ক্যারিবিয়ান ক্রিকেটারের দাপটে শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ২৬ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

দু’দিন আগে ব্রিজটাউনেই রেকর্ড রান তাড়া করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন জেসন রয় এবং জো রুট। শুক্রবার সেই উইকেটেই জামাইকার ২৯ বছরের বাঁ হাতি পেসার কটরেলের আগুনে বোলিংয়ে ছাই হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। পেশায় যিনি গত এগারো বছর ধরে জামাইকা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। ৪৬ রানে তিনি নেন পাঁচ উইকেট। প্রত্যেকটি উইকেট নেওয়ার পরেই মাঝ উইকেটে দাঁড়িয়ে কটরেল স্যালুট করেন। যা নিয়ে তিনি বলেছেন, ‘‘আমি পেশায় সেনাবাহিনীর কর্মী। তাই প্রত্যেকটি উইকেট নিয়ে কুর্নিশ জানিয়েছি জামাইকা সামরিক বাহিনীকে।’’

তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার জায়গায় পৌঁছে দেন গায়ানার ২২ বছরের বাঁ হাতি ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার। যাঁর ব্যাটিংয়ের ভক্ত কিংবদন্তি স্যর গারফিল্ড সোবার্সও। ৮৩ বলে তাঁর অপরাজিত ১০৪ রানের ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৮৯-৬। হেটমেয়ারের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি এবং চারটি ছয়। তা ছাড়াও ক্রিস গেল ৬৩ বলে ৫০ রানের ইনিংস উপহার দেন।

পাল্টা রান তাড়া করতে নেমে ৬০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। গত ম্যাচের নায়ক জেসন রয় ফেরেন দু’রানে। জো রুট করেন ৩৬ রান। পরের দিকে বেন স্টোকস (৭৯) এবং অধিনায়ক অইন মর্গ্যান (৭০) লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি। বিধ্বংসী কটরেলকে যোগ্য সহযোগিতা করেন জেসন হোল্ডার (৩-৫৩)। ২৬৩ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তৃপ্ত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘‘কটরেল আমাদের বোলিংয়ে বৈচিত্র এনে দিয়েছে।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘ওর বোলিং উদ্যমটা খুব ভাল লেগেছে। ভবিষ্যতে কটরেল এই দলের বড় শক্তি হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE