Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Monte Carlo Open

আন্দ্রে রুবলেভের কাছে হেরে মন্টে কার্লো থেকে বিদায় ১১ বারের জয়ী রাফায়েল নাদালের

সুরকির কোর্টে রাফায়েল নাদালের আধিপত্য নিয়ে দেখা দিল বড়সড় প্রশ্নচিহ্ন।

হেরে হতাশ নাদাল।

হেরে হতাশ নাদাল। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৪:১১
Share: Save:

সুরকির কোর্টে রাফায়েল নাদালের আধিপত্য নিয়ে দেখা দিল বড়সড় প্রশ্নচিহ্ন। শুক্রবার মন্টে কার্লোতে আন্দ্রে রুবলেভের কাছে তিন সেটের লড়াইয়ে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ১১ বারের ট্রফি জয়ী নাদাল। প্রথম বার নাদালের বিরুদ্ধে জিতলেন রুবলেভ।

ডমিনিক থিম, আলেকজান্ডার জেরেভ ইদানীং সুরকির কোর্টে বেগ দেন নাদালকে। কিন্তু রুবলেভের জয় রীতিমতো অবাক করাই। রাশিয়ার খেলোয়াড় জিতেছেন ৬-২, ৪-৬, ৬-২ গেমে। প্রথম দুটি ম্যাচে মাত্র পাঁচটি গেম হারিয়েছিলেন নাদাল। তাঁকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। কিন্তু শুক্রবার রুবলেভের অতি-আক্রমণাত্মক মানসিকতার উত্তর খুঁজে পাননি তিনি।

ফোরহ্যান্ডে একের পর এক উইনার মেরেছেন রুবলেভ। নাদালের কাছে যার কোনও জবাব ছিল না। সুরকির কোর্টের রাজাকে দৃশ্যতই একসময় ক্লান্ত দেখাচ্ছিল। শেষমেশ তিনি হার মানতে বাধ্য হন।

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে স্টেফানোস চিচিপাসের কাছে হারার পর প্রথম বার খেলতে নেমেছিলেন নাদাল। ম্যাচের পর বলেছেন, “আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এটা। এখানে হেরে যাওয়া বরাবরই দুঃখের। সুরকির কোর্টে মরসুমটা ভাল ভাবে শুরু করার সুযোগ হারালাম।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis rafael nadal Monte Carlo Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE