ভারত ২৯১/৯ (প্রথম দিন)
৫০০তম টেস্টের শুরুটা যে খুব ভাল হল ভারতের তেমনটা নয়। যে আত্মবিশ্বাস নিয়ে খেলার কথা আগের দিন বলেছিলেন বিরাট কোহালি সেটাও পাওয়া গেল না ভারতের ব্যাটিংয়ে। প্রথম দিনই হারাতে হল ৯ উইকেট। দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার মতো ক্রিজে থাকলেন না কেউই। বড় রান করতে গেলে এ বার জ্বলে উঠতে হবে টেল এন্ডারদেরই। এমন অবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুতেই বেশ সমস্যায় ভারতীয় ব্যাটিং।
বৃহস্পতিবার গ্রিনপার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহালি। ওপেনার শিখর ধবনকে বাইরে রেখেই এদিন দল সাজিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় মুরলী বিজয়ের সঙ্গে ওপেন করতে এসেছিলেন লোকেশ রাহুল। কিন্তু কাজের কাজ কিছু হল না। ওপেনিং পার্টনারশিপে বড় রান তুলতে ব্যর্থ দুই ওপেনার। ৩২ রান করে সাঁতনারের বলে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরেন রাহুল। তখন দলের রান ৪২।
লোকেশ রাহুলকে আউট করার পর সাঁতনারকে ঘিরে নিউজিল্যান্ড দলের উচ্ছ্বাস। ছবি: এএফপি।
লাঞ্চের পর ভারত ১০৫/১ নিয়ে মাঠে নামে। তখন ক্রিজে ৩৯ রানে বিজয় ও ৩৪ এ পূজারা। লাঞ্চের পর দু’জনই হাফ সেঞ্চুরি করলেও ক্রিজে টিকে থাকতে ব্যর্থ হন। সাঁতনারের বলে তাঁকেই ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়নে ফেরেন পূজারা। তাঁর রান ৬২। ব্যাট হাতে চার নম্বরে নেমে হতাশ করেন বিরাট কোহালিও। মাত্র ৯ রান করে ওয়াগনারের বলে সোধি ক্যাচ দিয়ে আউট হন তিনি। ওপেনার মুরলী বিজয় ৬৫ রান করে ফেরেন। ততক্ষণে বেশ চাপে পড়ে গিয়েছে ভারত।
মিডল অর্ডারও এদিন ভরসা দিতে পারেনি দলকে। অজিঙ্ক রাহানে ১৮ ও রোহিত শর্মা ৩৫ রান করে আউট হয়ে যান। খাতাই খুলতে পারেননি দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সেই তালিকায় নাম লেখালেন আরও এক বাংলার ক্রিকেটার মহম্মদ শামি। এর পর অশ্বিন ফেরেন ৪০ রান করে। প্রথম দিনের শেষে ভারত ন’উইকেট হারিয়ে তুলেছে ২৯১। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জাদেজা ও উমেশ যাদব।
ভারতীয় দল: মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি (অধিনায়াক), অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, উমেশ যাদব।
আরও খবর
৫০০ টেস্টের মাইলস্টোন ছুঁয়ে সংবর্ধিত অধিনায়করা