Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

যুবি, ধোনির ব্যাটে দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজ জয় বিরাট বাহিনীর

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে এ বার সিরিজ দখলে নেওয়াই লক্ষ্য। যদিও বরাবটি স্টেডিয়ামে প্রথম ফিল্ডিংয়ের সুবিধে নিতে পারল না ভারত। টস জিতে সেই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।

সেঞ্চুরির পর যুবরাজকে ধোনির শুভেচ্ছা। ছবি: পিটিআই।

সেঞ্চুরির পর যুবরাজকে ধোনির শুভেচ্ছা। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১৪:২৬
Share: Save:

• ১৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ওয়ান ডে জিতে নিল ভারত।

• ৪৯ রানে ইংল্যান্ড ৩৬০/৮।

• ৫ বলে ২১ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে ২ উইকেট।

• আউট... ১০২ রান করে রান আউট হলেন মর্গ্যান।

• মর্গ্যানের সেঞ্চুরি।

• ১৩ বলে ৩৪ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে ৩ উইকেট।

• সেঞ্চুরির পথে মর্গ্যান।

• ৮৫ রানে ব্যাট করছেন ইয়ন মর্গ্যান।

• ৪৭ ওভারে ইংল্যান্ড ৩৩৬/৭।

• ৪৭তম ওভারে ১৭ রান দিলেন বুমরাহ।

• ১৯ বলে ইংল্যান্ডের দরকার ৫০ রান। হাতে রয়েছে তিন উইকেট।

• ২৭ বলে জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৭২ রান হাতে রয়েছে ৩ উইকেট।

• ৪৫ ওভারে ইংল্যান্ড ৩০৯/৭।

• ব্যাট করতে এলেন লিয়াম প্লাঙ্কেট।

• আউট... বুমরাহর বলে ৫ রান করে বোল্ড ক্রিস ওকস।

• ব্যাট করতে এসেছেন ক্রিস ওকস।

• ৭১ রানে ব্যাট করছেন ইয়ন মর্গ্যান।

• ৩৬ বলে ৮২ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে ৪ উইকেট।

• ৪৪ ওভারে ইংল্যান্ড ৩০০/৬।

• ৩০০ রান ইংল্যান্ডের।

• আউট... ভুবনেশ্বর কুমারের বোল্ড হয়ে ফিরলেন মইন আলি। ৫৫ রান করলেন।

• ১১ ওভারে ইংল্যান্ডের দরকার ১১৬ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• ৩৯ ওভারে ইংল্যান্ড ২৬৬/৫।

• ইওন মর্গ্যান ৬২ ও মইন আলি ৩২ রানে ব্যাট করছেন।

• পাণ্ড্যর বলে মর্গ্যানের ওভার বাউন্ডারি, বাউন্ডারি।

• ১৩ ওভারে ইংল্যান্ডের দরকার ১৩৭। হাতে রয়েছে ৫ উইকেট।

• ৩৭ ওভারে ইংল্যান্ড ২৪৫/৫।

• ৩৬ ওভারে ইংল্যান্ড ২৩৭/৫।

• রান আউটের সুযোগ নষ্ট করলেন ধোনি।

• ৩২ ওভারে ইংল্যান্ড ২১৪/৫।

• আউট... অশ্বিনের বলে ধোনিকে ক্যাচ দিয়ে আউট জোস বাটলার। করলেন ১০ রান।

• ২৪ রানে ইয়ন মর্গ্যান ও ১০ রানে ব্যাট করছেন জোস বাটলার।

• ৩০ ওভারে ইংল্যান্ড ১৯৩/৪।

• আউট... আবার অশ্বিন। এ বার বোল্ড বেন স্টোকস। করলেন মাত্র ১ রান।

• ২৭ ওভারে ইংল্যান্ড১৭২/৩।

• আউট... জাডেজার বলে আউট জেসন রয়। করলেন ৮২ রান।

• ২৬ ওভারে ইংল্যান্ড ১৭০/২।

• অশ্বিনকে ছক্কা জেসন রয়ের।

• ১৫০ রান মর্গ্যানদের।

• ২৩ ওভারে ইংল্যান্ড ১৪৫/২।

• ৬০ রানে ব্যাট করছেন জেসন রয়।

• জেসন রয়ের সঙ্গে ব্যাট করতে এলেন ইয়ন মর্গ্যান।

• আউট... ৫৪ রান করে অশ্বিনের বলে কোহালিকে ক্যাচ দিয়ে ফিরলেন রুট।

• ১৯ ওভারে ইংল্যান্ড ১২১/১।

• উইকেটে জাকিয়ে বসেছেন জো রুট ও জেসন রয়।

• ৩৩ ওভারে ২৭৪ রান দরকার ইংল্যান্ডের। হাতে রয়েছে নয় উইকেট।

• ১৫ ওভারে ইংল্যান্ড ৯৪/১।

অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরছেন বেন স্টোকস। ছবি: রয়টার্স।

• ১০০ রান পেড়ল ইংল্যান্ড।

• ১২ ওভারে ইংল্যান্ড ৭৫/১।

• ১৬ রানে ব্যাট করছেন জো রুট ও ১৩ রানে জেসন রয়।

• ৫০ রান ইংল্যান্ডের।

• ৬ ওভারে ইংল্যান্ড ৪৪/১।

• বুমরাহর ওভারে বউন্ডারি হাঁকালেন রুট ও রয়।

• ব্যাট করতে এসেছেনজো রুট।

• ৪ ওভারে ইংল্যান্ড ৩২/১।

• আউট... বুমরাহর বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলেন ্অ্যালেক্স হেলস। করলেন ১৪ রান।

• ভারতের হয়ে বল করছেন ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহ।

• ওপেন করতে এসেছেন জেসন রয় ও অ্যালেক্স হেলস।

• ইংল্যান্ডের ব্যাটিং শুরু।

• ৫০ ওভার শেষে ভারত ৩৮১/৬।

• শেষ ওভারে জাডেজার বাউন্ডারি ওভার বাউন্ডারি।

• ৪৯ ওভারে ভারত ৩৬৭/৬।

• শেষ ওভার। ব্যাট করছেম রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য।

• হার্দিকের সঙ্গে ব্যাট করতে এলেন জাডেজা।

• আউট... ১৩৪ রান করে প্যাভেলিয়নে ফিরলেন ধোনি।

• ৪৮তম ওভারে ধোনির ছক্কার হ্যাটট্রিক। রান এল ২১।

• ১২২ রানে ব্যাট করছেন ধোনি। হার্দিকের রান ১১।

• ৪৭ বলে ভারত ৩৩৭/৫।

• বল বয়ের ছোড়া বল এসে লাগল স্টোকসের মুখে।

• এসেই চার, ছয় হাঁকালেন।

• ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ড্য।

• আউট... ১০ বলে ২২ রান করে প্যাভেলিয়মে ফিরলেন কেদার যাদব।

• কেদার যাদবের পর পর ওভার বাউন্ডারি, বাউন্ডারি।

• ধোনির বাউন্ডারিতে ৩০০ রান ভারতের।

• কেদার যাদবের বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন কেদার যাদব।

• ৪৩ ওভারে ভারত ২৮১/৪।

• যুবরাজ আুট। ওকসের বলে বাটলারকে ক্যাচ দিয়ে ১৫০ রানে প্যাভেলিয়নে ফিরলেন যুবরাজ সিংহ।

• ধোনি ১০তম ওডিআই সেঞ্চুরি।

• সিঙ্গল নিয়ে সে়ঞ্চুরি করলেন ধোনি।১০৬ বলে ১০০ রান।

• ধোনির শট স্পাই ক্যামে লাগায় ছক্কা বাতিল।

• যুবরাজ সিংহর ১৫০ রান।

• আউটের আবেদন ইংল্যান্ডের। রিভিউ চাইলেন যুবরাজ। নট-আউট।

• ১৪৪ এ ব্যাট করছেন যুবরাজ। ধোনি ৮৪।

• ৩৯ ওভারে ভারত ২৪৬/৩।

• যুরাজের বাউন্ডারি, ওভার বাউন্ডারি।

• যুবরাজের ছক্কা।

• ১২৬ রানে ব্যাট করছেন যুবরাজ। ধোনির রান ৮১।

• ৩৭ ওভারে ভারত ২২৬/৩।

• ওকসকে দোনির ছক্কা।

• বলকে যুবরাজের পর পর বাউন্ডারি।

• ২০০ রানের পার্টনারশিপ।

• ৩৩ ওভারে ভারত ১৯০/৩।

• ধোনি ব্যাট করছেন ৬২ রানে।

• যুবরাজের সেঞ্চুরি। ৯৮ বলে ১০০ রানের ইনিংস খেললেন তিনি।

• সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে যুবরাজ সিংহ। ৯৯ রানে ব্যাট করছেন তিনি।

• ৩২ ওভারে ভারত ১৮৩/৩।

• যুবরাজ ৮২ ও ধোনি ৬০ রানে ব্যাট করছেন।

• ৩০ ওভারে ভারত ১৬৭/৩।

• বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি সেরে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি।

• ধোনির ক্যাচ ফেললেন বল।

• ৮০ রানে ব্যাট করছেন যুবরাজ। ৭৯ বলে ৮০ করলেন তিনি।

• ২৬ ওভারে ভারত ১৩৪/৩।

• ১১৮ বলে ১০০ পার্টনারশিপ যুবরাজ ধোনির।

• উল্টোদিকে ঠান্ডা মাথায় পিচে টিকে থাকার চেষ্টায় ধোনি। ব্যাট করছেন ২৫ রানে।

• হাফ সেঞ্চুরি করে ফেললেন যুবরাজ।

• স্টোকসকে যবরাজের ছক্কা।

• ১০০ রান ভারতের।

• খুব স্লো রান উঠছে।

• ৪৬ রানে ব্যাট করছেন যুবরাজ সিংহ।

• ইতিমধ্যেই প্যাভেলিয়নে ফিরেছেন দুই ওপেনার লোকেশ রাহুল, শিখর ধবন ও অধিনা।ক বিরাট কোহালি।

• ১৬ ওভার শেষে ভারত ৭৪/৩।

• ৩৫ রানে যুবরাজ ও ১৫ রানে ধোনি ব্যাট করছেন।

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে এ বার সিরিজ দখলে নেওয়াই লক্ষ্য। যদিও বরাবটি স্টেডিয়ামে প্রথম ফিল্ডিংয়ের সুবিধে নিতে পারল না ভারত। টস জিতে সেই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ২৫ রানে তিন উইকেট পরে গেল ভারতের। লোকেশ, ধবল, বিরাট পর পর ফিরে গেলেন প্যাভেলিয়নে।

ব্যাট হাতে শুরুটা এ বারও ভাল হল না টিম বিরাটের। আবারও ফ্লপ দুই ওপেনার। লোকেশ রাহুল পাঁচ ও শিখর ধবন ১১ রানে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে এসে এদিন আর প্রথম ম্যাচের মতো ভরসা দিতে পারেননি অধিনায়ক বিরাট কোহালিও। আট রান করে ওকসের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৩১ রানে তিন উইকেট হারিয়ে এই মুহূর্তে ব্যাট করছেন যুবরাজ সিংহ ও এমএস ধোনি। এই অবস্থায় ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরতে হবে এই দু’জনকেই। ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা না রাখলে সমস্যায় পরতে হবে ভারতীয় দলকেই। তার উপর প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের যা পারফর্মেন্স তাতে ভরসারও তেমন জায়গা নেই।

আরও খবর: ম্যাচের আগে বিরাট মঞ্চে ধোনি শো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE