Advertisement
০৪ মে ২০২৪

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০তে সিরিজ জয় ভারতের

২১.৫ ওভারেই ম্যাচ ছিনিয়ে নিল ভারত। তার সঙ্গেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিলেন ধোনিরা। বল হাতে বুমরাহ ও ব্যাট হাতে লোকেশ রাহুল ও ফয়েজ ফজলের বাজিমাত। লোকেশ রাহুল করলেন ৬৩ ও ফয়েজ ফজল করলেন ৫৫ রান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ১৮:১৯
Share: Save:

২১.৫ ওভারেই ম্যাচ ছিনিয়ে নিল ভারত। তার সঙ্গেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিলেন ধোনিরা। বল হাতে বুমরাহ ও ব্যাট হাতে লোকেশ রাহুল ও ফয়েজ ফজলের বাজিমাত। লোকেশ রাহুল করলেন ৬৩ ও ফয়েজ ফজল করলেন ৫৫ রান। প্রথমে ব্যাট করে ১২৩ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। বুমরাহর হ্যাটট্রিকসহ ৪ উইকেটের দাপটে বড় রানের পৌঁছতে ব্যর্থ জিম্বাবোয়ে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। ৪২.২ ওভারেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ে।এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গেল ফয়েজ ফজলের। করুন নায়ারের জায়গায় এলেন তিনি। যদিও নিয়মরক্ষার ম্যাচ। শেষ ম্যাচে জিতে ৩-০তে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নেমেছিলেন ধোনিরা। জিম্বাবোয়ের লক্ষ্য ছিল সম্মানরক্ষা। শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে মান রাখতে মরিয়াও ছিল জিম্বাবোয়ে।

• বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন ফয়েজ ফজল।

• আর ২ রান বাকি জিততে হলে।

• চিভাভাকে রাহুলের ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ২১ ওভারে ভারত ১১৩/০।

• অভিষেকেই ফয়েজ ফজলের হাফ সেঞ্চুরি।

• ২০ ওভারে ভারত ১০৯/০।

• ৩১ ওভারে ভারতের দরকার ১৭ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ১৯ ওভারে ভারত ১০৭/০।

• ফজলের জোড়া বাউন্ডারি।

• লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি। ৪০ এ ব্যাট করছেন ফয়েজ ফজল।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ১৮ ওভারে ভারত ৯৬/০।

• ক্রেমারকে ফজলের ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ১৭ ওভার ভারত ৮৭/০।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ১৬ ওভারে ভারত ৮০/০।

• ক্রেমারকে লোকেশ রাহুলের ছক্কা।

• ১৫ ওভারে ভারত ৭১/০।

• এই ওভারে এল ৬ রান।

• ১৪ ওভারে ভারত ৬৬/০।

• এই ওভার থেকে েল ১৩ রান।

• মুপারিওয়াকে তিনটি বাউন্ডারি হাঁকালেন লোকেশ রাহুল।

• ১৩ ওভারে ভারত ৬০/০।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১২ ওভারে ভারত ৪৭/০।

• ২৩ রানে ব্যাট করছেন ফয়েজ ফজল। ১৭ রানে লোকেশ রাহুল।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১১ ওভারে ভারত ৪৫/০।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ১০ ওভারে ভারত ৪৩/০।

• পর পর দুই ওভারে একটি করে বাউন্ডারি হাঁকালেন ফয়েজ ফজল।

• ৯ ওভারে ভারত ৩৭/০।

• ৮ ওভারে ভারত ৩০/০।

• লাঞ্চের পর শুরু খেলা।

• লাঞ্চ ব্রেক।

• ১১ রানে ব্যাট করছেন ফয়েজ ফজল। লোকেশ রাহুল ৮ রানে।

• ৪৩ ওভারে ভারতের দরকার ১০১ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৭ ওভারে ভারত ২৩/০।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ৬ ওভারে ভারত ২১/০।

• ফজলের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ৫ ওভারে ভারত ১৪/০।

• এই ওভার থেকে এল ২ রান।

• ৪ ওভারে ভারত ৮/০।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ৩ ওভারে ভারত ৬/০।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ২ ওভারে ভারত ৩/০।

• ফজলের জাতীয় দলের হয়ে প্রথম রান।

• বল করছেন নেবিল মাদজিভা।

• ওপেন করতে নেমেছেন লোকেশ রাহুল ও ফয়েজ ফজল।

• ১ ওভারে ভারত ০/০।

• মেডেন ওভার দিয়ে শুরু হল জিম্বাবোয়ের বোলিং।

• ভারতের ব্যাটিং শুরু।

• ৪২.২ ওভারে ১২৩ রানেই অল আউট জিম্বাবোয়ে।

• তিরিপানো রান আউট ২ রানে।

• আউট...

• ব্যাট করছেন ডোনাল্ড তিরিপানো ও নেভিল মাদজিভা।

• ৪২ ওভারে জিম্বাবোয়ে ১২২/৯।

• ৪১ ওভারে জিম্বাবোয়ে ১২০/৯।

• ৪০ ওভার জিম্বাবোয়ে ১১৭/৯।

• ৩৯ ওভারে জিম্বাবোয়ে ১১২/৯।

• ৩৮ ওভারে জিম্বাবোয়ে ১১১/৯।

• মেডেন ওভার।

• ৩৭ ওভারে জিম্বাবোয়ে ১১০/৯।

• বুমরাহর বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে আউট মুপারিওয়া। করলেন মাত্র ১ রান।

• আউট...

• ৩৬ ওভারে জিম্বাবোয়ে ১১০/৮।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৩৫ ওভারে জিম্বাবোয়ে ১০৯/৮।

• বুমরাহর হ্যাটট্রিক।

বুমরাহর বলে রাহুলকে ক্যাচ দিয়ে আউট মুতুম্বানি। করলেন মাত্র ৪ রান।

• আউট...

• এই ওভারে এল দু’উইকেট। সঙ্গে মেডেন ওভার।

• ৩৪ ওভারে জিম্বাবোয়ে ১০৪/৭।

• অক্ষর পটেলের বলে এলবিডব্লু ক্রেমার। কোনও রানই করতে পারলেন না তিনি।

• আউট...

• ওয়ালনার রান আউট।করলেন ৮ রান।

• আউট...

• ৩৩ ওভারে জিম্বাবোয়ে ১০৪/৫।

• বুমরাহর বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলেন চিগুমবুরা। কোনও রানই এল না তাঁর ব্যাট থেকে।

• আউট...

• বুমরাহর বলে বোল্ড মারুমা। করলেন ১৭ রান।

• আউট...

• এই ওভার থেকে েল ৪ রান।

• ৩২ ওভারে জিম্বাবোয়ে ১০২/৩।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ৩১ ওভারে জিম্বাবোয়ে ৯৮/৩।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ৩০ ওভারে জিম্বাবোয়ে ৯৫/৩।

• ২৯ ওভারে জিম্বাবোয়ে ৯০/৩।

• এই ওভার থেকে এক উইকেটের পাশাপাশি এল ৩ রান।

• চাহালের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হলেন সিবান্দা। করলেন ৩৮ রান।

• আউট...

• ভুসি সিবান্দা ৩৭ রানে ব্যাট করছেন।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ২৮ ওভারে জিম্বাবোয়ে ৮৭/২।

• ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেলেন ফয়েজ ফজল।

• ২৭ ওভারে জিম্বাবোয়ে ৭৯/২।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ২৬ ওভারে জিম্বাবোয়ে ৭৭/২।

• স্রানকে সিবান্দার ওভার বাউন্ডারি।

• ম্যাচের প্রথম ছক্কা।

• ২৫ ওভারে জিম্বাবোয়ে ৬৮/২।

• ২৪ ওভারে জিম্বাবোয়ে ৬২/২।

• ব্যাট করতে এসেছেন টিমসেন মারুমা।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ২৩ ওভারে জিম্বাবোয়ে ৬০/২।

• অক্ষর পটেলের মেডেন ওভার।

• ২২ ওভারে জিম্বাবোয়ে ৫৬/২।

• চাহালের এই ওভার থেকে এল এক উইকেট ও এক রান।

• ২১ ওভারে জিম্বাবোয়ে ৫৬/২।

• চাহালের বলে বুমরাহকে ক্যাচ দিয়ে আউট চিভাভা। করলেন ২৭ রান।

• আউট...

• গড়ে প্রতি ওভারে ২ রানের বেশি আসছেই না এই পিচ থেকে।

• ২০ ওভারে জিম্বাবোয়ে ৫৫/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১৯ ওভারে জিম্বাবোয়ে ৫৩/১।

• চাহাল এসেছেন ব্যাট করতে।

• এই ওভার থেকেও এল ২ রান।

• ১৮ ওভারে জিম্বাবোয়ে ৫১/১।

• ভুসি সিবান্দা ১১ রানে ও চামু চিভাভা ২৪ রানে ক্রিজে রয়েছেন।

• জল পানের বিরতি।

• বুমরাহর সঙ্গে বল করতে এসেছেন অক্ষর পটেল।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১৭ ওভারে জিম্বাবোয়ে ৪৯/১।

• আবারও এই ওভার থেকে এল ২ রান।

• ১৬ ওভারে জিম্বাবোয়ে ৪৬/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১৫ ওভারে জিম্বাবোয়ে ৪৪/১।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১৪ ওভারে জিম্বাবোয়ে ৪২/১।

• চামু চিভাভা ব্যাট করছেন ২০ রানে। ভুসি ব্যাট করছেন ৯ রানে।

• এই ওভার থেকে এল ২ রান।

• ১৩ ওভারে জিম্বাবোয়ো ৪০/১।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১২ ওভারে জিম্বাবোয়ে ৩৮/১।

• এই ওভার থেকে এল ৩ রান।

• ১১ ওভারে জিম্বাবোয়ে ৩৫/১।

• বল করতে এসেছেন বুমরাহ।

• কুলকার্নির মেডেন ওভার।

• ১০ ওভারে জিম্বাবোয়ে ৩২/১।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ৯ ওভারে জিম্বাবোয়ে ৩২/১।

• স্রানকে চিভাভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ৮ ওভারে জিম্বাবোয়ে ২৫/১।

• ১০ রানে ব্যাট করছেন চামু চিভাভা।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ৭ ওভারে জিম্বাবোয়ে ২১/১।

• ৬ ওভারে জিম্বাবোয়ে ১৯/১।

• ব্যাট করতে এলেন ভুসি সিবান্দা।

• কুলকার্নির বলে রাহুলকে ক্যাচ দিয়ে আউট মাসাকাজা। করলেন মাত্র ৮ রান।

• আউট...

• ভারতের হয়ে বল করছেন ধবল কুলকার্নি ও বারিন্দর স্রান।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• ৫ ওভারে জিম্বাবোয়ে ১৮/০।

• এই ওভারে ৪ রান এল জিম্বাবোয়ের।

• ৪ ওভারে জিম্বাবোয়ে ১৭/০।

• জিম্বাবোয়ের হয়ে ব্যাট করছেন চামু চিভাভা ও হ্যামিল্টন মাসাকাজা।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ৩ ওভারে জিম্বাবোয়ে ১৩/০।

• ২ ওভারে জিম্বাবোয়ে ৫/০।

• দ্বিতীয় ওভারে এল ৪ রান।

• ১ ওভারে জিম্বাবোয়ে ১/০।

• প্রথম ওভারে মাত্র এল ১ রান।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

One Day Series India VS Zimbabwe 3rd Match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE