Advertisement
২৭ এপ্রিল ২০২৪
রোনাল্ডো ৭৫০: পেলে, পুসকাসদের গ্রহে
Football

থামবে না গোল-রথ, এর পরের লক্ষ্য ৮০০

জুভেন্টাসের হয়ে দ্বিতীয়ার্ধে রোনাল্ডো দলের দ্বিতীয় গোলটি করেন আলতো টোকায়।

দুরন্ত: ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো। রয়টার্স

দুরন্ত: ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০৪:১৮
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ
ম্যান ইউ ১ • পিএসজি ৩

ফেরেঙ্কভারোস ০ • বার্সেলোনা ৩

সেভিয়া ০ • চেলসি ৪

আরও এক মাইলফলকে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল জীবনে ক্লাব, দেশ মিলিয়ে সরকারি ম্যাচে ৭৫০ গোল হয়ে গেল তাঁর। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জুভেন্টাসের জার্সিতে এই কৃতিত্ব অর্জন করেন সি আর সেভেন। ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল আরও একটি কারণে। এই প্রথম পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে রেফারি ছিলেন কোনও মহিলা— স্টেফানি ফ্রাপার্ট।

জুভেন্টাসের হয়ে দ্বিতীয়ার্ধে রোনাল্ডো দলের দ্বিতীয় গোলটি করেন আলতো টোকায়। তবে রেফারি স্টেফানি ‘ভার’ প্রযুক্তির সাহায্য নেন গোলের বৈধতা দেখার জন্য। ৩-০ গোলে জেতে জুভেন্টাস। ২১ মিনিটে ফেদ্রিকো কিয়েজ়া প্রথম গোলটি করেন। বাকি দু’টি গোল রোনাল্ডো ও আলভারো মোরাতার। ‘‘৭৫০ গোল, ৭৫০ সুখের মুহূর্ত, আমাদের ভক্তদের মুখে ৭৫০ হাসি,’’ কীর্তির রাতে টুইট করেন রোনাল্ডো। পরের শৃঙ্গ তাড়া করতে শুরু করে দিয়েছেন তিনি। লেখেন, ‘‘আমার জীবনের প্রত্যেক খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ জানাই। যাঁরা এই অসামান্য সংখ্যায় পৌঁছতে সাহায্য করেছেন। প্রতিপক্ষদেরও ধন্যবাদ। আমার পরের লক্ষ্য: ৮০০!’’

সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় পেলের থেকে আর মাত্র ১৭ গোলে দূরে রয়েছেন তিনি। যদিও বেসরকারি মতে, পেলের মোট গোলসংখ্যা হাজারের বেশি বলে ধরা হয়। ব্রাজিলের প্রাক্তন তারকা রোমারিয়োর থেকে ২২ গোল পিছিয়ে রোনাল্ডো। তবে তালিকায় প্রথম, চেক-অস্ট্রিয় ফরোয়ার্ড জোসেফ বিকানের চেয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। ১৯২৮-১৯৫৫ সালের মধ্যে সরকারি ম্যাচে ৮০৫-এর উপরে গোল করেছিলেন দীর্ঘকায়, সুদর্শন বিকান। বাবা-মা ছিলেন চেক, কিন্তু অস্ট্রিয়ার হয়েও খেলেছেন তিনি। লিগ ফুটবলেই শুধু ৫১৮ গোল রয়েছে তাঁর। অস্ট্রিয়াতে ১৮ এবং চেকোস্লোভাকিয়ায় ৫০০।

আরও পড়ুন: উইলিয়ামসন, লাথামের ব্যাটে ম্যাচের রাশ কিউইদের হাতে

আরও পড়ুন: সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য টিটি চ্যাম্পিয়নশিপ

বুধবারের বড় ম্যাচে প্যারিস সাঁ জারমাঁ ৩-১ গোলে হারায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। জোড়া গোল করে পিএসজির নায়ক নেমার বলে দিলেন, ফের মেসির সঙ্গে জুটি বাঁধতে চান। পিএসজির অন্য গোলদাতা মারুকুইনহোস। ম্যান ইউয়ের গোলদাতা মার্কাস র‌্যাশফোর্ড। মেসিহীন বার্সেলোনা ৩-০ হারায় ফেরেঙ্কভারোসকে। গোলদাতা আঁতোয়া গ্রিজ়ম্যান, মার্টিন ব্রাথওয়েট ও উসমান দেম্বলে। সেভিয়ার বিরুদ্ধে চেলসির ৪-০ জয়ে একাই চার গোল করেন অলিভিয়ের জিহু। লাজ়িয়ো বনাম বরুসিয়া ডর্টমুন্ড ১-১ ড্র হয়। হালান্ড খেলতে পারেননি পায়ে চোট পাওয়ায়। স্পেনে আবার জল্পনা, রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান চাকরি হারাতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Cristiano Ronaldo Juventus Portugal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE