অস্ট্রেলিয়া টিমকে আন্তরিক অভিনন্দন। একদম একতরফা দাপটের ম্যাচে নিউজিল্যান্ডকে পুরোপুরি দুমড়ে দিয়ে পঞ্চম বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটটা জিতে নিল ওরা।
তবে অনেক দিক থেকেই ফাইনালটা হতাশ করল। বিশ্বসেরা খেতাবের একদম যোগ্য দাবিদার হিসাবে এমসিজি-তে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সেরা দুটো দল। উপলক্ষ যেখানে এত বড়, সেখানে ট্রফির লড়াইটা দারুণ মারকাটারি আর রক্তচাপ বাড়ানো উত্তেজনার হবে, প্রত্যাশা এমনটাই ছিল। কিন্তু ব্ল্যাক ক্যাপদের দুর্ভাগ্য, টুর্নামেন্টের আসল ম্যাচেই সবচেয়ে জঘন্য পারফরম্যান্সটা করল ওরা। অন্য দিকে, অনবদ্য খেলল অস্ট্রেলিয়া। মানতেই হবে, দিনটা ওদের ছিল। ফাইনালের চাপ নিউজিল্যান্ডের থেকে অনেক বেশি ভাল ভাবে সামলাল ওরা।
অথচ দু’টো টিমই কিন্তু খেতাব জিততে সমান মরিয়া ছিল। বিশেষ করে ব্ল্যাক ক্যাপদের সামনে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় যোগ করার সোনার সুযোগ ছিল। আগের দশ-দশটা নিউজিল্যান্ড টিম যা পারেনি, এই টিমটা সেই অসাধ্য সাধন করে প্রথম বার বিশ্বকাপের ফাইনালে তুলেছিল দেশকে। দলের চাহিদা অবশ্য আরও বেশি ছিল। এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর, ‘বিগ ব্রাদার’কে হারিয়ে সেরার সম্মানটা চেয়েছিল। টুর্নামেন্টে টানা আটটা ম্যাচ জেতার আত্মবিশ্বাস থেকে চেয়েছিল কাপটা জিতে ড্যানিয়েল ভেত্তোরিকে একটা স্বপ্নের বিদায় উপহার দিতে!