Advertisement
২০ এপ্রিল ২০২৪
IPL

‘পরের আইপিএলের আগেই চেন্নাইয়ের উচিত ধোনিকে ছেড়ে দেওয়া’

চেন্নাই যদি ধোনিকে রেখে দেয় তা হলে ধোনির জন্য ১৫ কোটি টাকা খরচ হবে ফ্র্যাঞ্চাইজির।



আগামী বারের আইপিএলে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। -ফাইল চিত্র।

আগামী বারের আইপিএলে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৪:২১
Share: Save:

২০২১ সালের আইপিএলের জন্য নিলাম হলে মহেন্দ্র সিংহ ধোনিকে রিটেইন না করাই উচিত চেন্নাই সুপার কিংসের। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার এমনটাই মত।

এর কারণও জানিয়েছেন চোপড়া। তাঁর মতে, চেন্নাই যদি ধোনিকে রেখে দেয় তা হলে ধোনির জন্য ১৫ কোটি টাকা খরচ হবে ফ্র্যাঞ্চাইজির। এই কারণে তিনবারের চ্যাম্পিয়ন দলের জন্য আকাশ চোপড়ার পরামর্শ, ধোনিকে ছেড়ে দেওয়া হোক। যখন নিলামে কোনও দল বিশ্বজয়ী অধিনায়ককে কেনার জন্য দর হাঁকাবে, তখন রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ফের চেন্নাইয়ে নেওয়া যেতে পারে।

এক ভিডিয়োয় আকাশ চোপড়া বলেছেন, “আমার মনে হয়, নিলাম হলে ধোনিকে ছেড়ে দেওয়া উচিত চেন্নাইয়ের। ধোনিকে দলে রাখা উচিত নয়, এ কথা আমি বলছি না। কারণ ধোনি আগামী আইপিএলে খেলবে। রিটেইন করা হলে ধোনির জন্য ১৫ কোটি টাকা খরচ করতে হবে চেন্নাইকে।”

আরও পড়ুন: ‘বিরাট’ তফাৎ হবে না বিরাট না-থাকায়, বলছেন কামিন্স

চোপড়া আরও বলেন, “চেন্নাই সুপার কিংসের এখন দরকার এমন একজন ক্রিকেটার যে তিন বছর খেলবেন। ধোনি কি তিন বছর খেলবে হলুদ জার্সিতে?”

চোপড়ার মতে, চেন্নাইয়ের জন্য নিলাম খুবই জরুরি। কারণ দলে খুব বেশি ক্রিকেটার নেই যাদের রিটেইন করা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL Aakash Chopra MS Dhoni CSK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE