Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Aaron Finch

Afghanistan Crisis: রশিদ খানদের বিরুদ্ধে টেস্ট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন অস্ট্রেলিয়ার অধিনায়কের

২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে টেস্ট ম্যাচ হওয়ার কথা।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৬:৪৪
Share: Save:

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের পাশেই রয়েছেন সে দেশের ক্রিকেটাররা। তালিবান অধিকৃত আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট খেলার অধিকার নেই। এই পরিস্থিতির বদল না হওয়া পর্যন্ত রশিদ খানদের সঙ্গে কোনও সিরিজে অংশ নেবে না অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ

২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে টেস্ট ম্যাচ হওয়ার কথা। তার আগে আফগানিস্তানে মহিলা ক্রিকেটারদের অধিকার সুরক্ষিত না হলে এই ম্যাচ বন্ধ করে দিতে পারে ফিঞ্চদের বোর্ড। এই সিদ্ধান্তের পাশে দাড়িয়ে ফিঞ্চ বলেন, ‘‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশে রয়েছি, তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ নয়।’’

শুধু টেস্ট বাতিল করা নয়, টেস্ট দলের অধিনায়ক টিম পেন দাবি করেছিলেন, টি২০ বিশ্বকাপেও আফগানিস্তানের সঙ্গে খেলা খেলা বয়কট করতে পারে অস্ট্রেলিয়া। প্রশ্ন তুলতে পারে, রশিদদের বিশ্বকাপে খেলা নিয়ে। তবে এই দাবির সঙ্গে একমত নন ফিঞ্চ। তাঁর মতে, বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে খেলবেন তাঁরা। ফিঞ্চ বলেন, ‘‘বিশ্বকাপে কে খেলবে কে খেলবে না সেটা আইসিসি ঠিক করবে। আশা করব এই সমস্যা খুব দ্রুত মিটে যাবে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান একটা বড় ভূমিকা নেবে। শেষ কিছু বছরে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে তাঁরা।’’

টি২০ বিশ্বকাপ চলাকালীনই আফগানিস্তানের সঙ্গে সে দেশের মহিলা ক্রিকেট নিয়ে আলোচনায় বসবে আইসিসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aaron Finch Cricket Australia Afghanistan Crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE