Advertisement
E-Paper

সচিনের রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত আউট হলেন ভোজেস

শনিবারই ভেঙেছিলেন সচিন তেন্ডুলকরের অপরাজিত টেস্ট রানের রেকর্ড। প্রায় এক যুগ পর এই রেকর্ড কেউ ভাঙতে সক্ষম হলেন। টেস্টে একবারও আউট না হয়ে সর্বাধিক রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একবারও আউট হননি সচিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৫

শনিবারই ভেঙেছিলেন সচিন তেন্ডুলকরের অপরাজিত টেস্ট রানের রেকর্ড। রবিবার শেষ পর্যন্ত আউট হলেন ভোজেস। নভেম্বরের পর আর তিনি আউট হননি। তিনমাস কেটে গিয়েছে। এতদিন পর তাঁকে আউট করার কৃতিত্ব যাচ্ছে নিউজিল্যান্ডের মাইকেল ক্রেগের। ক্রেগের বলে ক্রেগের হাতেই ক্যাচ তুলে দিয়ে তিনমাস পর আউট হলেন অ্যাডাম ভোজেস। ১১১৫ মিনিট পর আউট হওয়ার আগে এই অস্ট্রেলিয়র ব্যাট থেকে এল মোট ৬১৪ রান। ৩৬ বছর বয়সে ভোজেসের এই কৃতিত্ব মনে রাখার মতো। যে সময় সবাই অবসরে চলে যায় তখন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ভোজেস। ভোজেসের অপরাজিত রানের তালিকা এই রকম, ২৬৯, ১০৬, ২৩৯ রান করে আউট হলেন তিনি। শেষ উইকেটে ছিলেন টানা ১৮ ঘণ্টা।

প্রায় এক যুগ পর এই রেকর্ড কেউ ভাঙতে সক্ষম হলেন। টেস্টে একবারও আউট না হয়ে সর্বাধিক রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একবারও আউট হননি সচিন। করেছিলেন মোট ৪৯৭ রান। তার মধ্যে ছিল ২৪১, ৬০, ১৯৪ ও ২ রান। তবে রবিবার আউট হওয়ার পর আসল রহস্য জানান ভোজেস। বলেন, ‘‘আমার সঙ্গে ভাগ্য ছিল।’’ ব্রেসওয়েলের বলে প্রথম টেস্টে ওয়েলিংটনে কোনও রান না করেই আউট হয়ে গিয়েছিলেন তিনি। আম্পায়ারের দয়ায় সেদিন বেঁচে গিয়েছিলেন। আর তার পর পৌঁছে গেলেন রেকর্ডে। বলেন, ‘‘ভেবেছিলাম আমি আউট। আমি বলটা খুব খারাপ ছেড়েছিলাম। পিছন ঘুরে স্ট্যাম্প দেখে প্যাভেলিয়নের দিকে হাঁটা লাগিয়েছিলাম। তখনই দেখলাম আম্পায়ার নো বল দিয়েছেন।’’ সত্যি লাকি ভোজেস। ইতিহাসে তাঁর রানের সঙ্গে ঢুকে গেল এই কাহিনীও।

আরও খবর

সচিনের রেকর্ড ভেঙে দিলেন অ্যাডাম ভোজেস

adam voges sachin record
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy