Advertisement
E-Paper

গড়াপেটা এড়াতে প্লেয়াররাও সতর্ক থাকুক, পরামর্শ দ্রাবিড়ের

আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারির উৎস ছিল তাঁর টিম। তাই গড়াপেটা নিয়ে তিনি যে বাড়তি সতর্ক হবেন, স্বাভাবিক। তিনি, রাজস্থান রয়্যালসের মেন্টর ও কোচ রাহুল দ্রাবিড়। যিনি এ দিন সাফ বলে দিলেন, ২০১৩-র দুঃস্বপ্ন যাতে ফের মাথা না তোলে, তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে রাজস্থান। কিন্তু তার পাশাপাশি প্লেয়ারদেরও একটা দায়িত্ব থেকে যায়। কোনও রকম সন্দেহজনক ব্যক্তি বা প্রস্তাবের থেকে সতর্ক থাকার দায়িত্ব।

আমদাবাদ

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৫ ০৩:২৬

আইপিএল স্পট-ফিক্সিং কেলেঙ্কারির উৎস ছিল তাঁর টিম। তাই গড়াপেটা নিয়ে তিনি যে বাড়তি সতর্ক হবেন, স্বাভাবিক। তিনি, রাজস্থান রয়্যালসের মেন্টর ও কোচ রাহুল দ্রাবিড়। যিনি এ দিন সাফ বলে দিলেন, ২০১৩-র দুঃস্বপ্ন যাতে ফের মাথা না তোলে, তার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে রাজস্থান। কিন্তু তার পাশাপাশি প্লেয়ারদেরও একটা দায়িত্ব থেকে যায়। কোনও রকম সন্দেহজনক ব্যক্তি বা প্রস্তাবের থেকে সতর্ক থাকার দায়িত্ব।

‘‘আইপিএলের সব নিয়ম আমরা কড়া ভাবে অনুসরণ করি। দুর্নীতিদমন শাখার যা নিয়ম আছে, সবই মাথায় রাখি আমরা। তা ছাড়া আমাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে। গড়াপেটার মতো ব্যাপার যাতে আবার না ঘটে, সেই চেষ্টার জন্যই এত কিছু করা,’’ এ দিন মোতেরা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বলেছেন দ্রাবিড়। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘ম্যাচ ফিক্সিং আর স্পট-ফিক্সিং কেলেঙ্কারি থেকে আইপিএল কর্তৃপক্ষ একটা শিক্ষা তো পেয়েইছে। রাজস্থান রয়্যালস এখন খুব সতর্ক থাকে। এ রকম কেলেঙ্কারি যাতে না হয়, সে ব্যাপারে আমরা সব রকম চেষ্টা করব। তার সঙ্গে প্লেয়ারদেরও সতর্ক থাকতে হবে।’’

পাশাপাশি তরুণ প্লেয়ারদের জন্য আরও পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বলেছেন, রঞ্জি ট্রফিকে গুরুত্ব দিতে। কারণ রঞ্জিতে ভাল পারফরম্যান্স তাঁদের আইপিএল খেলার টিকিট এনে দিতে পারে। তাঁর মন্তব্য, ‘‘আমরা যখন রাজস্থানের জন্য নতুন প্লেয়ার বাছি, তখন তাদের রঞ্জি পারফরম্যান্সটাও দেখি। কয়েকটা নির্দিষ্ট টি-টোয়েন্টি স্কিল তো দেখিই। কিন্তু রঞ্জিতে ধারাবাহিকতাও জরুরি। কারণ আমরা চাই এমন প্লেয়ার যারা চাপের মুখে ম্যাচ বার করতে পারে।’’ এর পর তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে দ্রাবিড় বলেছেন, ‘ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলতে না পারলে কিন্তু আইপিএলেও ভাল পারফর্ম করা যাবে না।’’

আসন্ন আইপিএলের পাশাপাশি সদ্যসমাপ্ত বিশ্বকাপ নিয়েও বলেছেন দ্রাবিড়। যেখানে মহেন্দ্র সিংহ ধোনির টিমের পারফরম্যান্সের প্রশংসা করে দ্রাবিড় বলেছেন, ‘‘ওরা খুব ভাল ছন্দে আছে। তবে অস্ট্রেলিয়া এই ভারতের চেয়ে অনেক ভাল টিম, তাই ওদের কাছে হারটা মেনে নিতে ক্ষতি নেই। শুধু সেমিফাইনাল নয়, পুরো গ্রীষ্মেই অস্ট্রেলিয়া বেশি ভাল ক্রিকেট খেলে গিয়েছে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এই ভারতীয় টিমটা তরুণ। এদের অনেক প্লেয়ারই পরের বিশ্বকাপে খেলবে। ওদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। তবে টেস্ট ক্রিকেটের দু’একটা জিনিস আরও ভাল হওয়া দরকার।’’

Rahul Dravid IPL beating bookie IPL8 spot fixing rajasthan royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy