Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

কোভিড সারলেও এখনও দুর্বল রয়েছেন সুনীল ছেত্রী

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১২ এপ্রিল ২০২১ ১৭:১০
সুনীল ছেত্রী

সুনীল ছেত্রী
ছবি টুইটার

কোভিডের থেকে মুক্তি পেলেও শারীরিক ভাবে এখনও পুরোপুরি সুস্থ নন সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি অধিনায়ক নিজেই জানালেন সেই কথা। এএফসি কাপের ম্যাচ খেলতে নামার আগে সুনীল বলেন, ‘‘আমি এখনও কোভিড পরবর্তী শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারিনি। তবে দ্রুত পুরোপুরি সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছি।’’

কোভিডের জন্যই ভারতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যেতে পারেননি ভারত অধিনায়ক। তবে এবার নেপালের ত্রিভুবন আর্মির বিরুদ্ধে খেলতে তৈরি হচ্ছেন সুনীল।

আইএসএলে গত মরসুমে ভাল কিছু করতে না পারলেও এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বেঙ্গালুরু এফসি। সুনীল বলেন, ‘‘আমরা শ্রীলঙ্কা পুলিশ এফসির বিরুদ্ধে ত্রিভুবনের খেলা দেখেছি। ওরা বেশ ভাল দল। তাই ম্যাচ বেশ কঠিন হবে। আইএসএলে আমরা খুব ভাল খেলতে পারিনি। তাই একে অপরের দিকে আঙ্গুল তুলে লাভ নেই। ক্লেইটন সিলভা, সুরেশ ওয়্যাংজাম ছাড়া আমরা কেউ ভাল খেলিনি। আমাদের উন্নতি করতে হবে।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement