দিয়েগো মারাদোনা আর বিতর্ক যেন সমার্থক হয়ে গিয়েছে। কিংবদন্তি ফুটবলারের নাম নতুন বিতর্কে জড়িয়ে যাওয়ার কারণ তাঁর একটা ছবি। যেখানে মৃত অ্যান্টিলোপ হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। তাঁর আর এক হাতে রয়েছে রাইফেল। এখনও পর্যন্ত জানা যায়নি মারাদোনা নিজে শিকার করেছেন কি না। কিন্তু তাঁর মতো ফুটবলারের এই ছবি দেখে স্বভাবতই ফুঁসছে পশুপ্রেমিকরা। কারণ অ্যান্টিলোপটি হচ্ছে আরবীয় ওরিক্স। যে বিশেষ প্রজাতি প্রায় বিলুপ্ত হওয়ার মুখে। সোশ্যাল মিডিয়ায় কেউ তোপ দাগেন, ‘‘এর থেকে বেশি আর কী আশা করা যায়। মারাদোনা তো।’’ তবে এই বিষয়ে এখনও মারাদোনা মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন।