Advertisement
২৭ এপ্রিল ২০২৪
রিওয় আইনজীবী খুঁজছে আইওএ

নরসিংহের অভিযানে আচমকা কালো মেঘ

নরসিংহ যাদব কি রিও অলিম্পিক্সে নামতে পারবেন? ভারতীয় কুস্তিগিরের অলিম্পিক্স অভিযান ফের অনিশ্চিত হয়ে পড়েছে। এ বার নরসিংহকে নাডার ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে কোর্ট অব আর্বিট্রেশনে চ্যালেঞ্জ জানাল বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা।

রতন চক্রবর্তী
রিও দে জেনেইরো শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৪:৪৯
Share: Save:

নরসিংহ যাদব কি রিও অলিম্পিক্সে নামতে পারবেন?

ভারতীয় কুস্তিগিরের অলিম্পিক্স অভিযান ফের অনিশ্চিত হয়ে পড়েছে। এ বার নরসিংহকে নাডার ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে কোর্ট অব আর্বিট্রেশনে চ্যালেঞ্জ জানাল বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা। ‘‘ওয়াডা জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডার নরসিংহকে ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়েছে। যার শুনানি হবে কোর্ট অব অর্বিট্রেশনে,’’ জানিয়েছেন ভারতের প্রতিনিধি দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্ত।

নরসিংহের রিও অভিযান শুরু হওয়ার কথা ছিল ১৯ অগস্ট। কিন্তু যা অবস্থা তাতে খেলার দুনিয়ার সর্বোচ্চ আদালত যদি ওয়াডার আবেদন মেনে নেয় তা হলে অলিম্পিক্সে নামা তো দূরের কথা, উল্টে চার বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন নরসিংহ। ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) সচিব রাজীব মেটা আবার জানিয়েছেন, নরসিংহের আইনজীবী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ অগস্ট মামলাটি লড়বেন। ওয়াডার নালিশের শুনানি হবে রিওতেই। গেমস ভিলেজে ওয়াডার অফিসে। স্থানীয় সময় সকাল ন’টায়। শোনা যাচ্ছে নরসিংহের আইনজীবীর সঙ্গে তাদের বক্তব্য আরও জোরালো করে তুলে ধরতে স্থানীয় কোনও আইনজীবীকেও চাইছে আইওএ। তাঁর খোঁজও চলছে।

এমনও শোনা যাচ্ছে ১৩ অগস্টই নাকি ওয়াডার চিঠি এসে পৌঁছেছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থার কাছে। কিন্তু সেটা প্রকাশ্যে আনা হয়নি তখন। ওয়াডার কাছে আইওএ উল্টে আবেদন জানিয়েছিল ১৫ দিন সময় দেওয়া হোক। ওয়াডা তাতে রাজি হলে রিওতে নরসিংহকে নামিয়ে দেওয়া হবে। এমনটাই নাকি পরিকল্পনা ছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থার। কিন্তু বিশ্ব ডোপ বিরোধী সংস্থা দু’দিনের বেশি সময় দিতে রাজি হয়নি।

নরসিংহের অলিম্পিক্স অভিযানে একের পর এক সমস্যা তৈরি হয়েই যাচ্ছে। এর আগে ২৫ অগস্ট নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার জন্য ডোপ পরীক্ষায় ধরা পড়েন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী এর পর দাবি করেন, তিনি চক্রান্তের শিকার। তাঁর খাবারে স্টেরয়েড মিশিয়ে দেওয়া হয়েছিল। যারা চায়নি তিনি রিওতে নামার সুযোগ পান। তাই তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে তোলপাড় চলে বেশ কয়েকদিন। তবে শেষ পর্যন্ত তাঁর আবেদন মেনে নেয় জাতীয় ডোপ বিরোধী সংস্থা। নরসিংহকে ছাড়পত্রও দিয়ে দেয় তারা। কিন্তু নাডার ছাড়পত্র সন্তুষ্ট করতে পারেনি ওয়াডাকে। তাই পাল্টা আবেদনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় তারা।

ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব আবার এ দিন বলেছেন, ‘‘আমাদের সামনে এখন দুটো বিকল্প রয়েছে। দু’দিন সময় নিয়ে মামলাটা লড়া অথবা এই বিষয়ে জবাব পাঠানোর জন্য এক মাস সময় নেওয়া। কিন্তু এক মাস সময় নিলে নরসিংহের কেরিয়ারের ক্ষতি হতে পারে। এখন নরসিংহের ভাগ্যে কী আছে সেটা ১৮ অগস্ট বোঝা যাবে। এটুকু বলতে পারি আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।’’

ডোপ কেলেঙ্কারিতে বরাবর নরসিংহের পাশে থাকা জাতীয় কুস্তি সংস্থাও আশাবাদী নরসিংহ কোর্ট অব আর্বিট্রেশনেও ছাড় পেয়ে যাবেন। জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘মামলাটা আমাদের দিক থেকে যথেষ্ট শক্তিশালী। আশা করছি নরসিং রিওতে নামতে পারবে।’’

ঘটনা হল, রিও অলিম্পিক্সের জন্য তাঁর নাম ঠিক হওয়ার পর থেকেই সমস্যার বেড়াজাল কাটিয়ে উঠতে পারছেন না নরসিংহ। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সুশীল কুমার আবার তাঁকে পরামর্শ দিয়েছেন পরিস্থিতি যতই জটিল হয়ে উঠুক ফোকাস না হারানোর। যিনি ৭৪ কেজি বিভাগে রিওতে নামা নিয়ে নরসিংহকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। তাঁর দাবি ছিল কে রিও যাবে সেটা ট্রায়ালে ঠিক হোক। আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছিল। ট্রায়ালে রাজি না হয়ে তখন নরসিংহকে সমর্থন করেছিল জাতীয় কুস্তি ফেডারেশনও। তবে আগে মামলা করলেও ডোপ কেলেঙ্কারিতে নাডার ছাড়পত্র পাওয়ার পর নরসিংহের পাশে দাঁড়িয়েছিলেন সুশীল। এ দিনও তিনি টুইটারে নরসিংহকে পরামর্শ দিয়েছেন, ‘‘মনকে শক্ত রাখা আর ফোকাস নড়তে না দেওয়াটাই কিন্তু এক জনকে সাফল্য এনে দেয়। নিজে শান্ত থাক আর ম্যাচে ফোকাস করো।’’ বোঝাই যাচ্ছে সুশীল সতীর্থের রিওতে নামা নিয়ে আশা হারাচ্ছেন না।

কিন্তু তাতেও নরসিংহের রিওর ম্যাটে নামার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে না। সবকিছু এখন নির্ভর করছে ১৮ অগস্ট শুনানিতে ‘টিম নরসিংহ’ কতটা জোরালো ভাবে তাদের যুক্তি তুলে ধরতে পারে তার উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympics Narasingha Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE