আই লিগে মার্কি ফুটবলারের বয়স কত হবে তা ঠিক করতে আজ মঙ্গলবার ফে়ডারেশন কর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন এগারোটি ক্লাবের কর্তারা। সেখানে এএফসি-র লাইসেন্সিংয়ের কিছু নিয়ম ও নতুন অনূর্ধ্ব ১৫ লিগ নিয়েও কথা হবে।
এমনিতে গত মরসুমে আই লিগের মার্কি ফুটবলারদের যে নিয়ম ছিল তার কোনও পরিবর্তন হচ্ছে না। জাতীয় দলের টিডি স্কট ওডোনেল এবং কোচ স্টিভন কনস্ট্যান্টাইন গতবারের নিয়মই রেখে দেওয়ার পক্ষপাতী। তাদের আপত্তি শুধু ফুটবলারের বয়স নিয়ে। প্রাক্তন কোনও বিশ্বকাপার, মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে খেললেই তাকে মার্কি ফুটবলার হিসাবে দলে নিতে পারবে ক্লাবেরা। তবে নিয়মটা শেষ দু’টি না, তিনটি বিশ্বকাপে খেলা ফুটবলারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কী না তা নিয়েই আলোচনা হবে সভায়। আলোচনায় টিডি থাকলেও, জাতীয় কোচ সম্ভবত থাকছেন না। তিনি যাচ্ছেন গোয়ায় একটি সেমিনারে যোগ দিতে। জাতীয় কোচ স্টিভন ইতিমধ্যেই আই লিগে বিদেশি ফুটবলার কমানোর পক্ষে মত প্রকাশ করেছেন। সেই বিষয়টি নিয়ে সভায় অবশ্য আজ আলোচনা হবে না। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘বিদেশি ফুটবলার কমাতে বা বাড়াতে পারে শুধু কার্যকর কমিটি। সামনের আই লিগে তা করা সম্ভব নয়। কারণ সব ক্লাবই বিদেশি ফুটবলার নিয়ে ফেলেছে। পরে যদি হয়।’’ তিনি জানান, নতুন ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য জুলাইয়ের শেষে বিজ্ঞাপন দেবে ফেডারেশন।