Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আগেরোর গোলে জিতল আর্জেন্তিনা

কোপায় গত বারের কোয়ার্টার ফাইনাল হারের ‘বদলা’ নিল আর্জেন্তিনা। মঙ্গলবার সন্ধ্যায় কোপা আমেরিকার মহারণে পুরনো শত্রু উরুগুয়ের বিরুদ্ধে ১-০ জিতল মেসি-আগেরোরা।

অনবদ্য মেসি। ছবি: এপি।

অনবদ্য মেসি। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদ‌ন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০৭:৫১
Share: Save:

কোপায় গত বারের কোয়ার্টার ফাইনাল হারের ‘বদলা’ নিল আর্জেন্তিনা। মঙ্গলবার সন্ধ্যায় কোপা আমেরিকার মহারণে পুরনো শত্রু উরুগুয়ের বিরুদ্ধে ১-০ জিতল মেসি-আগেরোরা।

এ দি‌ন চিলির লা সেরেনায় মুখোমুখি হয় কোপার ইতিহাসে সফলতম দুই দল। এক দিকে পন‌েরো বার চ্যাম্পিয়ন উরুগুয়ের কাভানি-গোদিন-পেরেরা। বিপক্ষে চোদ্দো বার চ্যাম্পিয়ন আর্জেন্তিনার মেসি-আগেরো-দি’মারিয়া। প্রথমার্ধের শুরুর থেকেই দুই দল পজেশন ফুটবল খেলে। পাস দিয়ে আক্রমণ সাজা‌নোর চেষ্টা করে। মেসিকে এ দিন দেখা গেল চেনা ছ‌ন্দে। উরুগুয়ে ডিফেন্ডারদের ড্রিবল করে সু্যোগ তৈরি করেন বারবার। মেসির বাড়ানো ক্রসে হেড দিয়ে আর্জেন্তিনাকে প্রায় এগিয়েই দিচ্ছিলেন আগেরো। কর্নার থেকে আবার উরুগুয়ের দিয়েগো গোদিন র্দুদান্ত হেড দিলেও বল বাইরে চলে যায়। খেলা যত এগোতে থাকে আর্জেন্তিনা তত আক্রমণ বাড়াতে থাকে। তবে গোলের মুখে খুলতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে এগিয়ে যেতে বসেছিল উরুগুয়েই। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় কাভানির শট।

বিরতির পরে ম্যাচের ছবি পাল্টায়। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবল খেলা দুই প্লেয়ারের সৌজন্যে গোল পায় আর্জেন্তিনা। পাবলো জাবালেতার দুর্দান্ত ক্রসে হেড দিয়ে গোল করেন সের্জিও আগেরো। সমতা ফেরানোর সুবর্ণ সু্যোগ পেয়েও শট বাইরে মারেন উরুগুয়ের রোলান। আবার গঞ্জালেজের শট দুর্দা‌ন্ত বাঁচান রোমেরো। লিওনেল মেসিও বেশ কিছু আক্রমণ তৈরি করেন। তবে স্কোরলাইন ১-০ থাকে। জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট ‌নিয়ে গ্রুপ বি-র শীর্ষে থাকল আর্জেন্তিনা।

গ্রুপ বি-র অন্য ম্যাচে জামাইকা-কে ১-০ হারিয়ে প্যারাগুয়েরও দু’ম্যাচে চার পয়েন্ট। তবে গোল পার্থক্যে আপাতত এগিয়ে মেসিরাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

argentina uruguay copa america football messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE