Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

রাহানের স্বপ্নেও গোলাপি বল, মজা করলেন কোহালিরা

ইনদওরে বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম টেস্টে রাহানে ১৭২ বলে ৮৬ রান করেন। ভারতের মিডল অর্ডারকে নির্ভরতা জোগাচ্ছেন রাহানে।

ইডেন টেস্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন রাহানে। —ফাইল চিত্র।

ইডেন টেস্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন রাহানে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইনদওর শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৭:০০
Share: Save:

এগিয়ে আসছে ইডেনের ঐতিহাসিক টেস্ট। শহর কলকাতা শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছে। ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়। বুধবার বাকিরা এসে পড়বেন। ভারতের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের শয়নে,স্বপনে এবং জাগরনে এখন শুধুই ‘গোলাপি বল’। ঘুমিয়ে ঘুমিয়েও তিনি ইডেনের দিন-রাত টেস্টের স্বপ্ন দেখছেন।

ইনস্টাগ্রামে রাহানে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বালিশে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন ভারতের সহ অধিনায়ক। তাঁর ঠিক সামনেই রাখা গোলাপি বল। সেই ছবিটির উপরে লেখা রয়েছে, ‘অলরেডি ড্রিমিং অ্যাবাউট দ্য হিস্টোরিক পিঙ্ক বল টেস্ট।’ অর্থাৎ ঐতিহাসিক গোলাপি বল টেস্টের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি।

সেই ছবি দেখে ভারত অধিনায়ক বিরাট কোহালির প্রতিক্রিয়া, ‘নাইস পোজ জিঙ্কসি।’ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে নেই শিখর ধওয়ন। রাহানের ছবি দেখে তিনিও স্থির থাকতে পারেননি। প্রতিক্রিয়া জানিয়ে ধবন লিখেছেন, ‘স্বপ্নে কে তুলে দিয়ে গেল ছবিটা।’

আরও পড়ুন: রাতে দেখতে সুবিধা, জেল্লা থাকে অনেকক্ষণ, গতি-বাউন্স বেশি, অনেকটাই আলাদা গোলাপি বল

ইনদওরে বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম টেস্টে রাহানে ১৭২ বলে ৮৬ রান করেন। ভারতের মিডল অর্ডারকে নির্ভরতা জোগাচ্ছেন রাহানে। ইডেন টেস্টেও রাহানের ব্যাট ভারতের মিডল অর্ডারকে ভরসা দেবে।

আরও পড়ুন: গোলাপি বলে প্র্যাকটিসের ফাঁকেই জয়সূর্যর বোলির অ্যাকশন নকল অশ্বিনের, দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE