এই মরসুমে রাজস্থান রয়্যালস তাঁকেই অধিনায়ক বেছে নিয়েছিল। কিন্তু বল বিকৃতি কাণ্ডে দেশের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এ বার সরে যেতে হল আইপিএল দলের অধিনায়কত্ব থেকেও। রাজস্থান রয়্যালসে তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল অজিঙ্ক রাহানেকে। রবিবার রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁরা বিসিসিআই-এর সিদ্ধান্তের দিকে তাকিয়ে। যদিও তার আগেই সরে দাঁড়ালেন স্মিথ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হল তাঁরা স্মিথের জায়গায় দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রাহানেকে।
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে মনোজ বাদালে টুইট করে বলেন, ‘‘খেলা একজন মানুষের থেকে অনেক বড়। এটাই আমরা বিশ্বাস করি।’’ সঙ্গে লেখা, রাজস্থান রয়্যালস অজিঙ্ক রাহানেকে ২০১৮ আইপিএল-এর অধিনায়ক হিসেবে বেছে নিল। বল বিকৃতির কথা স্বীকার করে নেওয়ার পর তৃতীয় টেস্টের মাঝেই দেশের অধিনায়কত্ব ছেড়েছিলেন স্টিভ।
এ বার ছাড়তে হল আইপিএল দলের দায়িত্বও। রাজস্থান রয়্যালসের এক কর্তা জুবিন ভারুচা বলেন, ‘‘কেপ টাউনের ঘটনা পুরো ক্রিকেটর বিশ্বকে চাপে ফেলে দিয়েছে। আমরা বিসিসিআই-এর সঙ্গে সব সময়ই যোগাযোগ রাখছি এবং তাদের মত জানার চেষ্টা করছি। পাশাপাশি স্টিভের সঙ্গেও যোগাযোগ রাখছি।’’