ইন্ডিয়ান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি কলকাতায় এসেছে। কিন্তু প্রো-কবাডি লিগের ট্রফি এখনও আসেনি কলকাতায়। তাই আক্ষেপের শেষ নেই টুর্নামেন্টে বাংলার দল ‘বেঙ্গল ওয়ারিয়র্স’-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সন্দীপ তারকাশের। তাই ট্রফি জিততে কোমর বেঁধে এ বার তিনি ঝাঁপাচ্ছেন বঙ্গযোদ্ধাদের নিয়ে।
তার জন্য প্রচেষ্টার কমতি নেই তাঁর। দু’মাস আগে কেরলের কাসরগড়ে গিয়ে গত বছরের ধরে রাখা খেলোয়াড়দের নিয়ে আবাসিক শিবির করেছেন। কিন্তু এ বার দলের মনোবল চাঙ্গা করতে গত বাহাত্তর ঘণ্টায় তৈরি করে ফেলেছেন দুরন্ত এক ‘থিম সং’। সেপ্টেম্বর মাস থেকে দক্ষিণ কলকাতার টলি ক্লাবে বঙ্গযোদ্ধাদের প্রস্তুতি শিবিরে বাজবে যে গান।
জুলাই মাসে মুম্বইয়ে বঙ্গযোদ্ধাদের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে শুট হবে সেই মিউজিক ভিডিয়োর। প্রো-কবাডি লিগে খেলোয়াড় নিলামের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এই তথ্য দিয়ে সন্দীপ বললেন, ‘‘সবার আগে টিমের মনোবল চাঙ্গা করতে হবে। তাই গানটা তৈরি করে নিলাম। সপ্তাহখানেকের মধ্যেই গানের রেকর্ডিং হয়ে যাবে। জুলাই মাসে মিউজিক ভিডিয়োর শুটিং। তখন হাজির থাকবেন, দলের অন্যতম মালিক বলিউড অভিনেতা অক্ষয়কুমার। গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে অক্ষয়কে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ছবির শুটিংয়ে এই মুহূর্তে বিদেশে রয়েছেন অক্ষয়। আজ সকালেই কথা হল ওঁর সঙ্গে। দলের কথা শুনলেন। খুব খুশি। অক্ষয়ও বললেন, থিম সং থেকে ম্যাচ—সব জায়গাতেই সেরা হতে হবে বেঙ্গল ওয়ারিয়র্সকে। গত বছর অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। এ বার ট্রফি পেতেই হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন খেলা হবে তখন কলকাতায় আসতে পারেন অক্ষয়।’’