Advertisement
২৫ জুন ২০২৪
SC East Bengal

SC East Bengal: অমরজিত সিংহ কিয়ামকে দলে নেওয়ার কথা ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল

এ মরসুমে প্রথম ফুটবলার সই কারানোর কথা জানাল লাল-হলুদ ক্লাব।

অমরজিত সিংহ কিয়াম

অমরজিত সিংহ কিয়াম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ২৩:২১
Share: Save:

অমরজিত সিংহ কিয়ামকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়া থেকে লোনে আসছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

সোমবার সকাল থেকেই আইএফএ সিআরএস (সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম) ব্লক করে রাখায় আটকে ছিল অমরজিতের সইপর্ব। বিকেলে আইএফএ সিআরএস খুলে দেওয়ায় অমরজিতের সই করার কথা নেটমাধ্যমে জানিয়ে দেয় এসসি ইস্টবেঙ্গল

এ মরসুমে প্রথম ফুটবলার সই কারানোর কথা জানাল লাল-হলুদ ক্লাব। মঙ্গলবার শেষ হচ্ছে ট্রান্সফার উইন্ডো। তার আগেই একঝাঁক ফুটবলার সই করতে পারেন এসসি ইস্টবেঙ্গলে।

অমরজিত এফসি গোয়া ছাড়াও জামশেদপুর এফসি, ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছেন। গোয়ার দলের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চারটি ম্যাচ খেলেছেন অমরজিত। ভারতের সিনিয়র দলের হয়েও পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২০ বছর বয়সী এই মিডফিল্ডারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SC East Bengal IFA ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE