Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ভারতের জয় দেখে বিগ বি-র কবিতা

রবিবার ভারতের জয়ের পরে সচিন টুইট করেন, ‘‘দুরন্ত জয়ে টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে গেল। যশপ্রীত বুমরার কথা বিশেষ করে বলব। এই জয়ে ওর বড় অবদান রয়েছে। প্রতিটা ফর্ম্যাটেই দারুণ ভাবে উন্নতি করেছে। নিশ্চিত ভাবে ও এখন বিশ্বের অন্যতম সেরা বোলার।’’

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। টুইটার

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০৩:১২
Share: Save:

মেলবোর্নে ভারতের টেস্ট জয় দেখার পরে দেশ-বিদেশ থেকে ভেসে আসছে একের পর এক অভিনন্দনবার্তা। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অ্যালান বর্ডার— সবার মুখেই শোনা গিয়েছে বিরাট কোহালির দলের প্রশংসা। চার লাইনের হিন্দি কবিতা লিখে অস্ট্রেলীয়দের স্লেজিংয়ের জবাব দিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন।

রবিবার ভারতের জয়ের পরে সচিন টুইট করেন, ‘‘দুরন্ত জয়ে টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে গেল। যশপ্রীত বুমরার কথা বিশেষ করে বলব। এই জয়ে ওর বড় অবদান রয়েছে। প্রতিটা ফর্ম্যাটেই দারুণ ভাবে উন্নতি করেছে। নিশ্চিত ভাবে ও এখন বিশ্বের অন্যতম সেরা বোলার।’’ ওয়ান ডে ক্রিকেটে এক সময় সচিনের সঙ্গী ওপেনার সহবাগ লিখেছেন, ‘‘মেলবোর্নে স্মরণীয় জয় ভারতের। অসাধারণ দলগত প্রয়াস। এ বার আমাদের সামনে সিডনিতে ইতিহাস গড়ার সুযোগ। দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন। সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেটেরও প্রশংসা করতে হবে। যেখানে আমাদের ক্রিকেটারেরা দক্ষতায় শান দেয়।’’

চার লাইনের যে কবিতা অমিতাভ বচ্চন টুইট করেছেন, তা এ রকম: ‘‘স্টাম্প মাইকে পেন অনেক চেষ্টা করেছে, যেন ঋষভ পন্থ নিজের উইকেটটা ছুড়ে দেয়। বেবি সিটিংয়ের নিমন্ত্রণপত্র দিয়েছিল ওকে, অস্থায়ী অধিনায়ককে দেওয়া পাল্টা জবাবটা শেষ পর্যন্ত মোক্ষম হয়ে গেল।’’ ইনস্টাগ্রামে মেলবোর্ন টেস্টের ভিডিয়ো পোস্ট করে অনুষ্কা শর্মা লিখেছেন, ‘‘ঐতিহাসিক জয়।’’

আরও পড়ুন: বোলিংয়ে সেরা বুমরা, ব্যাটিংয়ে পূজারা

প্রশংসা ভেসে এসেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড থেকেও। মাইকেল ভনের টুইট, ‘‘সব রকম পরিস্থিতিতে বল করার জন্য আমাকে যদি কোনও এক বোলারকে বেছে নিতে হয়, তা হলে আমি বুমরাকে বেছে নেব। ওর সব আছে। বিরল অ্যাকশন, গতি, সুইং, সিম মুভমেন্ট, বৈচিত্র, আগ্রাসন।’’ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার বলেছেন, ‘‘ভারত এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় টক্কর নিতে পারে। ভারতের হাতে দারুণ ফাস্ট বোলার আছে। বিদেশে তাই ওরা সফল হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE