Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

US Open 2021: সময় নষ্ট করে তাঁকে হারিছেন চিচিপাস, অভিযোগ মারের, পাল্টা দিলেন গ্রীক তারকা

দ্বিতীয় সেটের পর শৌচাগারে গিয়েছিলেন চিচিপাস। চতুর্থ সেটের পর পায়ের চোটের জন্য ফের টাইম আউট নেন তিনি। এতেই ক্ষুব্ধ মারে। বলেন, এর জন্য তাঁকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ৩১ অগস্ট ২০২১ ১৪:২১
রাগে ফুঁসছেন মারে, জিতে উচ্ছ্বাস চিচিপাসের

রাগে ফুঁসছেন মারে, জিতে উচ্ছ্বাস চিচিপাসের
টুইটার

ইউএস ওপেনে স্তেফানোস চিচিপাসের বিরুদ্ধে হেরে রেগে আগুন অ্যান্ডি মারে। ব্রিটিশ টেনিস তারকার অভিযোগ, ম্যাচ চলাকালীন তাঁর ছন্দ নষ্ট করতে আট মিনিট শৌচাগারে গিয়ে বসেছিলেন চিচিপাস। পরে ফের চোটের জন্য সময় নেন তিনি। বারবার ছন্দ নষ্ট হওয়ায় হারতে হয়েছে তাঁকে। এমনটাই অভিযোগ মারের। পাল্টা দিয়েছেন চিচিপাসও। নিয়ম মেনেই সবটা করেছেন বলে দাবি তাঁর।

প্রথম রাউন্ডের ম্যাচে মারে হারেন ২-৬, ৭-৬ (৯-৭), ৩-৬, ৩-৬ গেমে। মারে বলেন, ‘‘অনেকটা সময় চিচিপাস কোর্টের বাইরে কাটিয়েছে। এটা অত্যন্ত বিরক্তিকর। ম্যাচ হারার পর এটা নিয়ে প্রশ্ন তুললে মনে হতে পারে আঙুর ফল টক। আমি জিততে না পেরে এসব কথা বলছি। কিন্তু জিতলেও আমি এটা নিয়ে প্রশ্ন তুলতাম।’’

দ্বিতীয় সেটের পর শৌচাগারে গিয়েছিলেন চিচিপাস। চতুর্থ সেটের পর পায়ের চোটের জন্য ফের ‘টাইম আউট’ নেন তিনি। ম্যাচ চলাকালীন চিৎকার করে মারেকে এই ঘটনার প্রতিবাদ করতে শোনা গিয়েছিল। পঞ্চম সেটে প্রথম গেমে তাঁর সার্ভিস ভেঙে দেন চিচিপাস। সেই সময়ই প্রতিবাদ করেন মারে।

Advertisement

মারে বলেন, ‘‘হেরে যাওয়ার জন্য আমি হতাশ নই। আমার মনে হয়েছে বারবার বিরতি আমার খেলার ছন্দ পতন করেছে।’’ মারে প্রতিবাদ জানিয়ে চেয়ার আম্পায়ার নিকো হেল ওয়ের্থের কাছে অভিযোগ করেন। কথা বলেন ম্যাচ সুপারভাইজার গ্যারি আর্মস্ট্রংয়ের সঙ্গেও। আর্মস্ট্রংকে তিনি বলেন, ‘‘আমি কোনও দিন শৌচাগারে গিয়ে এত সময় নষ্ট করিনি।’’

তবে পাল্টা দিয়েছেন চিচিপাসও। নিয়মের বাইরে গিয়ে তিনি কোনও কাজ করেননি বলে জানিয়েছেন ফরাসী ওপেন ফাইনালিস্ট। নিয়ম অনুসারে, পাঁচ সেটের ম্যাচে একজন খেলোয়াড় দু’বার বিরতি নিতে পারেন। সেট শেষ হওয়ার পর এই বিরতি নেওয়া যেতে পারে। চিচিপাস বলেন, ‘‘আমি প্রথম বার কোর্ট ছাড়ার সময় জামা নিয়ে গিয়েছিলাম। জামা বদলাতে গিয়েই কিছুটা সময় লেগেছে।’’

আরও পড়ুন

Advertisement